X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এবার পশ্চিমবঙ্গের ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৫১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৯

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় গড়ে ওঠা বিক্ষোভ পশ্চিমবঙ্গে সহিংসতার রূপ নিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্যটির একাধিক জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে উত্তর-পূর্বের রাজ্য আসামেও বন্ধ করে দেওয়া হয়েছিল এই পরিষেবা।

এবার পশ্চিমবঙ্গের ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। তারপর থেকেই সহিংসতা বেড়েছে সমগ্র ভারতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা  রেল ও সড়কপথ বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার বদলে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ার করেছেন, যারা  জনগণের সম্পদের ক্ষতি করছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কলকাতার বিশিষ্টজনরাও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন।

পশ্চিমবঙ্গের বাংলা সংবাদমাধ্যম দ্য ওয়াল’র খবরে বরা হয়েছে, যেসব জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও উত্তর দিনাজপুর।

মালদহ ও মুর্শিদাবাদের একাধিক ব্লক, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বারুইপুর, উত্তর ২৪ পরগনার বসিরহাটে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। হাওড়া ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকেও ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সচিবালয় নবান্নের পক্ষ থেকে।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা ক্রমেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের শান্তিপূর্ণ বিক্ষোভের আবেদনেও কাজ হয়নি। প্রথম দিন উলুবেড়িয়ায় চলেছিল বেপরোয়া বিক্ষোভ। ভাঙচুর চলেছিল ট্রেনে। শুক্রবার দুপুরেই মুর্শিদাবাদের বেলডাঙায় থানায় অগ্নিসংযোগের চেষ্টা করে বিক্ষোভকারীরা। শনিবার পরিস্থিতি আরও সহিংস হয় মুর্শিদাবাদে। বিকালে কৃষ্ণপুর স্টেশনে পাঁচটি ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।

রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, বারবার আহ্বান জানানোর পরও সহিংসতা থামছে না। কিছু বহিরাগত শক্তি রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তাই নিরুপায় হয়েই ইন্টারনেট বন্ধের পদক্ষেপ নিতে হচ্ছে রাজ্যকে।

কলকাতার পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতির যে অবনতি হচ্ছে তাতে রাজ্য সরকারের সামনে বিকল্প কোনও পথ খোলা ছিল না। শুক্রবার বিকাল থেকেই প্রশাসনের কাছে খবর ছিল, ফেসবুকের একাধিক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ছবি ও ভিডিও ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত উত্তেজনা ছড়ানো হচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি