X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লেবাননে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ২০:০৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:০৪

লেবাননের রাজধানী বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রবিবার বৈরুতের প্রাণকেন্দ্রে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে এই সংঘর্ষ হয়। এর আগে শনিবার ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা পার্লামেন্টগামী সড়ক ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে তাদের প্রতিরোধ করে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

লেবাননে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

লেবাননে গত ১৭ অক্টোবর থেকে নজিরবিহীন বিক্ষোভ চলছে। দেশটির সার্বিক রাজনৈতিক সংস্কারের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বিক্ষোভের মুখে সরকার পদত্যাগ করলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিভক্তির কারণে নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। সোমবার নতুন করে আলোচনার দিন ঠিক করা হয়েছে।

দেশটিতে প্রথমদিকে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও সম্প্রতি তা সহিংসতায় রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ শুরু করেছে।

দুই মাস ধরে চলমান বিক্ষোভে রবিবারের সকাল ছিল সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ। সংঘর্ষে আট ঘণ্টার বেশি পুরো এলাকাটি অচল হয়ে পড়েছিল। পুলিশের টিয়ার গ্যাস ছোড়ার ফলে বিক্ষোভকারীরা রাজপথে টায়ার জ্বালায়।

রেড ক্রস ও লেবানিজ সিভিল ডিফেন্স জানায়, অন্তত ৪৬ জন আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার দিনের বাকি সময়ে আরও বিক্ষোভ হতে পারে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

এর আগে শনিবার বিক্ষোভ শুরু হয়েছে পার্লামেন্টে ঢোকার সড়কের মুখে যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছিল।

স্থানীয় টিভি চ্যানেল এলবিসি’র খবরে দেখানো হয়েছে, সরকার বিরোধীরা পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। আর পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ছে। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করতেও দেখা গেছে।

এদিকে, দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের জন্যে আগামী সপ্তাহে আলোচনার দিনক্ষণ ঠিক করা হয়েছে। এমন এক সময়ে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে যখন দেশটির আর্থিক সংকট চরমে। বিক্ষোভকারীরা গতানুগতিক রাজনৈতিক দলগুলোর বাইরে বিশেষজ্ঞদের মধ্য থেকে সরকার গঠনের দাবি জানিয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, এটি খুব সহজ হবে না।

দেশটির সরকারপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সরকারে সব শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী