X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তোমরা একা নও: আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে জামিয়ার ভিসি

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৯, ১২:৪২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৩:১২

পুলিশি নিপীড়নের শিকার বিক্ষোভকারী শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাজমা আখতার। রবিবার ক্যাম্পাসে পুলিশের বিনা অনুমতিতে প্রবেশ করে শিক্ষার্থীদের মারধর ও বেশ কয়েকজনক আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় এই অবস্থান নিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

তোমরা একা নও: আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে জামিয়ার ভিসি



বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এক ভিডিও বার্তায় ভিসি নাজমা আখতার বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে নৃশংস আচরণ করা হয়েছে তাতে আমি গভীর মর্মাহত। বিশ্ববিদ্যালয়ে পুলিশের প্রবেশ ও লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভিসি আরও বলেন, আমি শিক্ষার্থীদের জানাতে চাই এই কঠিন লড়াইয়ে তারা একা নয়। আমি ও জামিয়ার সবাই তাদের সঙ্গে রয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যত দ্রুত সম্ভব বিষয়টি আমি তুলে ধরব। তোমরা কখনও একা ছিলে না, হতাশ হইয়ো না এবং কোনও গুজবে কান দিও না।
নাজমা আখতার আরও বলেন, এই ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকব। তোমরা একা নও।

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। তারপর থেকেই সহিংসতা বেড়েছে সমগ্র ভারতে। আসামসহ ত্রিপুরা ও মেঘালয়ে অবৈধ অবৈধ অভিবাসীদের শরণার্থী হিসেবে স্বীকৃতি বাতিল ও এই অঞ্চলকে ওই আইনের আওতামুক্ত করার দাবিতে বিক্ষোভ করছে তারা। এসব অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারিসহ বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সংঘর্ষের পর এবার দিল্লিতে তা ছড়িয়ে পড়ল।
রবিবার শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের অনুমতি না দিয়েই ক্যাম্পাসে ঢুকে পড়ে পুলিশ। কেন্দ্রীয় লাইব্রেরিতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। ওই সময় অনেক ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করছিলেন। তাদের অনেকেই পুলিশের লাঠি ও কাঁদানে গ্যাসে আহত হন। অভিযোগ রয়েছে, ক্যাম্পাসের শৌচাগারে ঢুকেও শিক্ষার্থীদের ইচ্ছেমতো পিটিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও বেধড়ক লাঠিপেটা থেকে বাদ যাননি। লাইব্রেরির বাইরের ছাত্রছাত্রীদের মাথার উপরে হাত তুলে লাইন দিয়ে হাঁটিয়ে ক্যাম্পাস থেকে বার করে দেওয়া হয়। বেশ কয়েক জন শিক্ষার্থীকেআটক করলেও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ভোরে তাদের ছেড়ে দেয় পুলিশ। 
এই ঘটনার প্রতিবাদে রাতেই ফুঁসে উঠে ভারতের ছাত্র সমাজ। শুধু ছাত্ররাই নয়, রবিবার রাতে বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির বিভিন্ন স্থানের নানা স্তর ও ধর্মের লোকজন। জামিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার খবর ছড়িয়ে পড়তেই সন্ধ্যা থেকে বিক্ষোভ শুরু হয় দিল্লির জওহরলাল নেহরু থেকে শুরু করে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মধ্যরাতেই গর্জে ওঠেন হায়দ্রাবাদের মৌলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

 

/এএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি