X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিশু ধর্ষণে দোষী সাব্যস্ত বিজেপির সাবেক আইনপ্রণেতা

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৫০

শিশু ধর্ষণে দোষী সাব্যস্ত হয়েছে বিজেপির সাবেক আইনপ্রণেতা কুলদীপ সিং সেঙ্গার। সোমবার (১৬ ডিসেম্বর) দিল্লির একটি আদালত তার বিরুদ্ধে এই রায় দেন। আগামী ১৯ ডিসেম্বর তার শাস্তির মেয়াদ নির্ধারণে যুক্তি তর্কের শুনানি অনুষ্ঠিত হবে। বিজেপি`র সাবেক আইনপ্রণেতা কুলদীপ সিং সেঙ্গার

উত্তর প্রদেশের বাঙ্গেরমাও থেকে বিজেপি’র মনোনয়নে চারবার এমএলএ (লোকসভার সদস্য) নির্বাচিত হয় কুলদীপ সিং সেঙ্গার। ২০১৭ সালে তার বিরুদ্ধে এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়। এ বছরের আগস্টে বিজেপি থেকে বহিষ্কার করা হয় তাকে।

গত ৯ আগস্ট সেঙ্গারকে ষড়যন্ত্র, অপহরণ, বিয়ের জন্য চাপ দেওয়া, ধর্ষণে দায়ী করে অভিযোগ গঠন করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ৪ জুন শিশুটিকে অপহরণ করে সেঙ্গারের বাড়িতে নিয়ে যায় শশী সিং। সেখানে শশীর উপস্থিতিতে তাকে ধর্ষণ করে সেঙ্গার। এই ঘটনার প্রতিবাদ করলে শিশুটিকে পুতে ফেলার ভয় দেখায় সে। তার পুরো পরিবারকে উড়িয়ে দেওয়ারও হুমকি দেয় সেঙ্গার।

ধর্ষণের অভিযোগ আনার পর সন্দেহজনক পরিস্থিতিতে মারা যান শিশুটির বাবা, দুই ফুপু ও মামলার এক স্বাক্ষী। বেআইনি অস্ত্র বাড়িতে রাখার অভিযোগে ২০১৮ সালের ৩ এপ্রিল গ্রেফতার করা হয় তার বাবাকে। পরদিন বিচারিক হেফাজতে মারা যান তিনি। এ বছরের ২৮ জুলাই ধর্ষণের শিকার ওই নারী ও তার আত্মীয়কে বহনকারী একটি গাড়িতে ধাক্কা দেয় এক ট্রাক। এতে তার খালা মারা গেলে পরিবারের তরফ থেকে দুর্ঘটনাটিকে পরিকল্পিত বলে অভিযোগ তোলা হয়।

গত ৫ আগস্ট কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি লক্ষ্নৌ আদালত থেকে দিল্লিতে পাঠানোর নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে ধর্ষণের শিকার নারীর পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়। বর্তমানে তারা দিল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকেন৷

/জেজে/বিএ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়