X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মোদি সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন বলিউড নির্মাতা

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৯, ০১:২৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৪৫
image

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদরত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন অনুরাগ কাশ্যপ। মেয়েকে ধর্ষণের হুমকি পাওয়ার পর কয়েক মাস টুইটার ব্যবহার ছেড়ে দিয়েছিলেন বলিউডের গুণী এই নির্মাতা। তবে জামিয়ার শিক্ষার্থীদের ওপর নির্যাতনে চুপ থাকতে পারলেন না তিনি। সোমবার (১৬ ডিসেম্বর) এক টুইটার পোস্টে নরেন্দ্র মোদি সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিলেন অনুরাগ।

মোদি সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন বলিউড নির্মাতা

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। তারপর থেকেই সহিংসতা বেড়েছে সমগ্র ভারতে। রবিবার সন্ধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে নামে জামিয়ার শিক্ষার্থীরা। তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে এবং শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও বেধড়ক লাঠিপেটা থেকে বাদ যায়নি। লাইব্রেরির বাইরের ছাত্রছাত্রীদের মাথার ওপরে হাত তুলে লাইন দিয়ে হাঁটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতির নিন্দা জানান অনুরাগ কাশ্যপ।

সোমবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ অনুরাগ কাশ্যপ এক টুইটবার্তায় লিখেছেন, ‘অনেক দিন হয়ে গেলো। বিষয়গুলো এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই সরকার স্পষ্টতই ফ্যাসিস্ট। অবস্থা পরিবর্তনের জন্য যে আওয়াজগুলো সত্যিই গুরুত্বপূর্ণ তারা একেবারে মুখে কুলুপ এঁটে রয়েছেন, তা দেখে আমার খুব রাগ হচ্ছে।’

মোদি সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন বলিউড নির্মাতা

শুধু অনুরাগ কাশ্যপই নন। এ ঘটনায় একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। নিন্দা জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপায়ীও। ভারতের অনেক তারকাই নাগরিকত্ব বিল ও আইন পাস নিয়ে চুপ করে থাকলেও জামিয়ায় প্রতিবাদরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশি হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।

জামিয়ার ঘটনায় অভিনেত্রী স্বরা ভাস্কর এক টুইটবার্তায় লিখেছেন ‘জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর হিংসা চলছে। কেন ছাত্র-ছাত্রীদের অপরাধীদের চোখে দেখা হচ্ছে?  ছাত্রাবাসগুলোতে কেন কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে? এটা কী হচ্ছে, দিল্লি পুলিশ? লজ্জাজনক ঘটনা!’

এই সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ