X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফেসবুক থেকে এবার ২৬ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ০৮:০১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১১:৫৩
image

ফেসবুক থেকে ২৬ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর আইডি, ফোন নম্বর ও নামসহ স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান কম্পারিটেক। অনলাইনে একটি ডাটাবেজ আকারে এসব তথ্য সংরক্ষিত ছিল। ফাঁস হওয়া তথ্য স্প্যামিং ও ফিশিংয়ের মতো প্রতারণামূলক কাজে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফেসবুক থেকে তথ্য ফাঁস এটাই প্রথম নয়। এর আগে কয়েকবার ব্যবহারকারীদের তথ্য ফাঁস নিয়ে কাটগড়ায় দাঁড়াতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। 

ফেসবুক থেকে এবার ২৬ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

গবেষণা প্রতিষ্ঠান কম্পারিটেক জানিয়েছে, ডিসেম্বরের শুরুতে প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিশেষজ্ঞ বব ডিয়াচেঙ্কো ফেসবুক থেকে ফাঁস হওয়া তথ্যের ডাটাবেজ খুঁজে পান। গত ৪ ডিসেম্বর ওই ডাটাবেজ অনলাইনে ইনডেক্স করা হয়। ওই প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের তথ্যসমৃদ্ধ ডাটাবেজটি ইতিমধ্যে ফেসবুক সরিয়ে ফেলেছে। তবে তার আগে একটি হ্যাকার ফোরাম ডাটাবেজটি ডাউনলোডে সক্ষম হয়। সেই ফোরামে ফাইল হিসেবে ডাটাবেজটির অস্তিত্ব পাওয়া যাচ্ছিল।

এ বিষয়ে বব ডিয়াচেঙ্কো জানিয়েছেন, এবারের তথ্য ফাঁসে যাদের অ্যাকাউন্ট থেকে তথ্য সরানো হয়েছে তাদের বেশিরভাগই আমেরিকার নাগরিক। তিনি বলেন, সম্ভবত দুইটি উপায়ে ভিয়েতনামভিত্তিক হ্যাকাররা ফেসবুক থেকে এসব তথ্য সংগ্রহ করেছে। প্রথমত ফেসবুকের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করে বন্ধু তালিকা, ছবি ও গ্রুপের তথ্য হাতিয়ে নিয়েছে তারা। দ্বিতীয়ত স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে পাবলিক প্রোফাইল থেকে তথ্য সংগ্রহ করেছে তারা।

হ্যাকারদের হাতে ব্যবহারকারীদের তথ্য চলে গেছে স্বীকার করে ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, হ্যাঁ, এই অনাকাঙ্ক্ষিত বিষয়টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছি। ধারণা করছি, এসব তথ্য আমাদের নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনার আগে সংগ্রহ করা হয়েছে।  ফেসবুক এখন যে নিরাপত্তা দিচ্ছে তা ভেঙে এসব তথ্য সংগ্রহ করা হ্যাকারদের সম্ভব নয় বলে দাবি করেন তিনি। 

গত সেপ্টেম্বরে লাখো ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে থাকা মোবাইল নম্বর একটি অনলাইনে ডাটাবেজে পাওয়া যায়। ওই ডাটাবেজে ব্যক্তিগত তথ্য, নাম, পরিচয় ও নানা স্পর্শকাতর তথ্য ছিল। গত এপ্রিল মাসে ৫৪ কোটি ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য, লাইকসহ নানা তথ্য আমাজনের ক্লাউড সার্ভারে খুঁজে পান আপগার্ডের নিরাপত্তা গবেষকেরা। এর আগে যুক্তরাজ্যের রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ফেসবুক থেকে ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য সংগ্রহের অভিযোগ ওঠে, যা পরে ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি নামে পরিচিত হয়।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন