X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সোনিয়া গান্ধী মানুষকে ভুল বোঝাচ্ছেন: নির্মলা সীতারমণ

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ১০:৩৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১২:৫১

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সিনিয়র নেতা নির্মলা সীতারমণ। শুক্রবার ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, নাগরিকত্ব আইনকে মিথ্যাভাবে জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) সঙ্গে মিলিয়ে দিচ্ছেন সোনিয়া। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক বিবৃতিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিক্ষোভকারীদের আইনটি ভালোভাবে পড়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রয়োজন পড়লে ব্যাখা চাওয়ারও পরামর্শ দেন। এছাড়া যারা মানুষকে ‘ভুল বোঝাচ্ছে’ ও দেশে ‘সহিংসতা ও ভয় ছড়াচ্ছে’ তাদের থেকে দূরে থাকারও পরামর্শ দেন তিনি।

ভারতে গত ১২ ডিসেম্বর কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধন আইনে (সিএএ) বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে ভারতজুড়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে। বিরোধীদের দাবি, নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক তালিকার মাধ্যমে হিন্দুত্ববাদী নীতি প্রতিষ্ঠা করতে চায় বিজেপি।

শুক্রবার বিবৃতিতে নির্মলা সীতারমণ বলেন, ‘আমি সব ভারতীয় নাগরিককে এই দ্বিধা ও ভয়ের অনুভুতিকে পাত্তা না দেওয়ার আহ্বান জানাচ্ছি। কংগ্রেস এবং টিএমসি (তৃণমূল কংগ্রেস), এএপি (আম আদমি পার্টি) ও বামেরা নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে এনআরসিকে মিলিয়ে ফেলে ভয় ছড়াচ্ছে। যদিও সেগুলো এখনও গঠনই করা হয়নি। হতাশাগ্রস্থ কংগ্রেস, টিএমসি, এএপি ও বামেরা যা করছে তাতে প্রভাবিত না হতে আমি ভারতীয়দের প্রতি আহ্বান জানাচ্ছি’। তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন কোনও ভারতীয়ের নাগরিকত্ব হরণ করবে না। তিনি বলেন, দুর্ভাগ্যজনক যে কংগ্রেসের অন্তবর্তী প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী সিএএ নিয়ে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে এবং মিথ্যাভাবে একে এনআরসি’র সঙ্গে মিলিয়ে ফেলছে।

সম্প্রতি আসামে নাগরিক তালিকা (এনআরসি) প্রণয়ন করেছে ভারত। চূড়ান্ত ওই তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যটির প্রায় ১৯ লাখ মানুষ। এনিয়ে সেখানে ব্যাপক বিক্ষোভও হয়েছে। তা সত্বেও অন্যান্য রাজ্যেও ওই তালিকা প্রকাশ করা হবে বলে বিভিন্ন সময়ে বলে আসছেন বিজেপি নেতারা।

শুক্রবার ভারতের অর্থমন্ত্রী বলেন, এনআরসি প্রক্রিয়া যখন শুরু হবে তখন সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে তা করা হবে। মানুষের সঙ্গে আলাপ ছাড়া এটা করা হবে না বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ