X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মোদি সরকারের কাছে জেএনইউ-এর প্রকৃত ঘটনা জানতে চান অভিজিত

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২০, ২১:৫১আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২১:৫৬

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) রবিবার শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের তাণ্ডবে মাথা ফেটে যায় জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। আহত হন আরও অনেকে। হামলায় নরেন্দ্র মোদির দল বিজেপি-র মিত্র আরএসএস-এর ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এমন পরিস্থিতিতে মোদি সরকারের কাছে জেএনইউ-এর প্রকৃত ঘটনা জানতে চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারের কাছে জেএনইউ-এর প্রকৃত ঘটনা জানতে চান অভিজিত
অভিজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মনে করি যে কোনও ভারতীয় যারা বিশ্বে দেশের ভাবমূর্তির জন্য ভাবেন, তারা সবাই চিন্তিত। জার্মানি যখন নাৎসি জমানায় রূপান্তরিত হচ্ছিল সেই বছরগুলোর ছায়াই যেন দেখা যাচ্ছে।’

নোবেলজয়ী এই ভারতীয় অর্থনীতিবিদ বলেন, ‘‌সরকারের উচিত কি ঘটনা ঘটেছে তার আসল সত্য তুলে ধরা। অভিযোগ–পাল্টা অভিযোগের মধ্যে না গিয়ে প্রকৃত দোষীদের শনাক্ত করা উচিত।’

৮০-এর দশকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা অভিজিৎ বলেন, ‘‌যারা এ ঘটনায় আহত হয়েছেন তাদের নিয়ে আমি সত্যিই খুব উদ্বিগ্ন। প্রার্থনা করবো সবাই যেন দ্রুত সেরে উঠেন।’

জেএনইউ আর অভিজিতের সম্পর্কটা আসলে এমনই। শুধু উচ্চশিক্ষাই নয়, এই বিশ্ববিদ্যালয় তো তার জীবনই অনেকটা গড়ে দিয়েছে। তাই নোবেলজয়ের পর দেশে পা দিয়েই ছুটেছিলেন প্রিয় ক্যাম্পাসে। টিটি খেলে, আড্ডা দিয়ে, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সঙ্গে ছবি তুলে সময় কাটিয়েছিলেন। সেই ক্যাম্পাসের এমন রক্তাক্ত ছবি তাকে আঘাত করবেই। জেএনইউ-তে অধ্যয়নকালে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন অভিজিৎ। আন্দোলনে শামিল হয়ে জেলও খাটতে হয়েছে। ফলে ছাত্র রাজনীতির এপিঠ–ওপিঠ তার বেশ ভালোভাবেই জানা। সূত্র: ওয়ান ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া