X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি করে হত্যার হুঁশিয়ারি বিজেপি নেতার

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ১৩:৪৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৩:৪৮

বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতি হুঁশিয়ারি জানিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলিপ ঘোষ বলেছেন, যারা ভাঙচুর করবে তাদের কুকুরের মতো গুলি করে হত্যা করা হবে। রবিবার নদিয়া জেলায় এক জনসমাবেশে একথা বলেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি করে হত্যার হুঁশিয়ারি বিজেপি নেতার

গত কয়েকদিন ধরেই বিতর্কিত বক্তব্য দিয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে আসছেন দিলিপ ঘোষ। দিল্লির দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) মুখোশধারীদের হামলার হতাহতের ঘটনা সাজানো বলে দাবি করেন তিনি। তার আগের দিন তিনি বলেছিলেন, ‘কমিউনিস্টদের মারা শুরু হয়েছে। মনে হয়, এটা তাদের পাওনা আছে, কারণ যা ব্যবহার করেছে। এটা অস্বাভাবিক কিছু নয়। হিসেব বরাবর হচ্ছে’। 

গত সপ্তাহে এই বিজেপি নেতা জেলার কৃষ্ণনগরে রাস্তা বন্ধ করে দলের একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সকে যেতে দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি ভাইরাল হয়। এতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সের চালককে তিনি বিকল্প পথ দিয়ে যেতে এবং সমাবেশে অংশগ্রহণকারীদের বিরক্ত না করতে বলছেন।

নদিয়াতে সমাবেশে বিজেপি নেতা বলেছেন, নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে গিয়ে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের উত্তর প্রদেশ ও আসামের মতো গুলি করে হত্যা করা হবে।

পশ্চিমবঙ্গে গত বছর ডিসেম্বরে রেলওয়েতে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ না করায় ভাষণে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। তিনি বলেন, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। এগুলো কার টাকায়? এগুলো আমার টাকা, এগুলো আপনাদের টাকা। তারা ট্রেনে আগুন দিয়েছে, তারা কার টাকা নষ্ট করছে? কিন্তু এখনও কোনও গুলি ছোড়া হয়নি। কোনও লাঠিচার্জ কিংবা এফআইর পর্যন্ত দায়ের করা হয়নি। পুলিশ কাউকে গ্রেফতারও করেনি।

দিলিপ ঘোষ বলেন, যারা সরকারি সম্পত্তিতে আগুন দিচ্ছে সেগুলো কী তাদের বাপের? জনগণের করের টাকায় নির্মিত সরকারি সম্পত্তি কীভাবে তারা ধ্বংস করে।

উত্তর প্রদেশ ও আসামে বিজেপি শাসিত সরকারের বিক্ষোভকারীদের প্রতি গুলির কথা তুলে ধরে দিলিপ ঘোষ আরও বলেন, আসাম ও উত্তর প্রদেশে আমাদের (বিজেপি) সরকার বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি করেছে। ওই রাজ্যগুলোতে গ্রেফতার ও মামলা দায়ের করা হয়েছে। তারা এখানে আসবে, দেশের সম্পত্তি ও স্থাপনা বিনষ্ট করবে আনন্দের সঙ্গে। এটা তাদের জমিদারি! আমরা তোমাদের লাঠি দিয়ে মারব, গুলি করব এবং কারাগারে পাঠাবো।

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুই করার ইচ্ছে নেই।

 

/এএ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়