X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইরান পরিস্থিতি নিয়ে পুতিন-ম্যাক্রোঁ ফোনালাপ

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ১৮:০৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:৩০

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। রবিবারের ওই আলাপে তারা প্রত্যাশা করেছেন, উত্তেজনা নিরসনে উভয় পক্ষই সংযম প্রদর্শন করবে। রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া আলাদা বিবৃতিতে ওই ফোনালাপের কথা নিশ্চিত করা হয়েছে। ইরান পরিস্থিতি নিয়ে পুতিন-ম্যাক্রোঁ ফোনালাপ

গত ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় তেহরান। ৫ জানুয়ারি ইরানি মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, পরমাণু উপকরণ সমৃদ্ধকরণ ও গবেষণার কাজে আর কোনও সীমাবদ্ধতা রাখা হবে না।

রবিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইরানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আলোকে রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট সব পক্ষের সংযম প্রদর্শনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্লান অব অ্যাকশন (পরমাণু চুক্তি) রক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার পক্ষে কথা বলেছেন’।

সোমবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘পরমাণু চুক্তি টিকিয়ে রাখার ক্ষেত্রে রক্ষাকবচ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে ফ্রান্স ও রাশিয়া’।

২০১৫ সালের জুনে ভিয়েনায় ইরানের সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান।

ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ২০১৮ সালের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বর থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে ওই চুক্তির প্রতিশ্রুতি থেকে পর্যায়ক্রমে সরে আসছিলো তেহরান। যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও বাকি দেশগুলো চুক্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তবে সোলাইমানি হত্যার পর ইরান চুক্তি থেকে পুরোপুরি সরে আসার কথা জানিয়ে দেয়।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি