X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যেভাবে ইরানি হামলা থেকে বেঁচেছিলেন মার্কিন সেনারা

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ১৭:৫৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:২৯

বাগদাদে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পরিচালিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে কীভাবে বেঁচে গিয়েছিলেন, আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সেনারা তার বিবরণ হাজির করেছেন। তারা বলেছেন, আগে থেকে প্রস্তুতি থাকার কারণেই হামলা থেকে তারা রক্ষা পেয়েছেন।

যেভাবে ইরানি হামলা থেকে বেঁচেছিলেন মার্কিন সেনারা

গত ৮ জানুয়ারি ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইরাকের দুটি সেনা ঘাঁটিতে অন্তত ২২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরানের রেভ্যুলশনারি গার্ড। এ হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হলেও পরে জানা যায়, তাদের কোনও সেনা হতাহত হননি।
কীভাবে ভয়াবহ ওই হামলা থেকে মার্কিন সেনারা প্রাণে বেঁচেছেন তা নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে আল-জাজিরা।  কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে প্রবেশের বিরল সুযোগ পায় সংবাদমাধ্যমটি। আনবার প্রদেশ থেকে প্রতিবেদনটি তৈরি করেন আল-জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেদ। এতে দেখা যায় , আগে থেকে প্রস্তুতি থাকার কারণেই হামলা থেকে তারা রক্ষা পেয়েছেন।

হামলার ঘটনায় বিস্মিত ও আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন মার্কিন সেনারা। মজবুত বাঙ্কারে থাকায় তারা প্রাণহানি এড়াতে পেরেছেন। মার্কিন সেনাবাহিনীর ফাস্ট সার্জেন্ট ওয়েসলি কিলপ্যাট্রিক বলেন, ‘হামলার সময় আমরা বাঙ্কারে প্রবেশ করি। সেখানে আমরা নিরাপদ ছিলাম।’ 

মার্কিন সেনা বিশেষজ্ঞ রবার্ট জোনস বলেন, ‘আমরা যখন বাঙ্কারে ছিলাম তখন সবাই যেন সবাইকে জড়িয়ে ধরে ছিলাম। ১০ সেকেন্ড পরে বের হয়ে আমরা সবাই সবার খোঁজ নিতে থাকি।’

ক্ষেপণাস্ত্রের ব্যাপারটা প্রথম জানতে পারেন জো ভালডিভিয়া নামে একজন টাওয়ার গার্ড। ঘাঁটিতে থাকা সদস্যদের তিনি প্রথম সতর্ক করে দেন। এই সেনা বলেন, ‘আমি সত্যিই ভীত ছিলাম।’  

 

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়