X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অ্যামাজন মালিকের অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন সৌদি যুবরাজ

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ১৬:৩৫আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৯:০৯

যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছিল সৌদি আরবের বিরুদ্ধে। এবার জানা গেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত ফোন থেকেই ওই ধনকুবেরের অ্যাকাউন্ট হ্যাক করা হয়। বেজোসের ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষায়ও তার প্রমাণ মিলেছে।

অ্যামাজন মালিকের অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন সৌদি যুবরাজ

২০১৮ সালের মার্চ মাসে ওয়াশিংটন পোস্টের মালিক বেজোসের মোবাইল ফোন হ্যাকিংয়ের অভিযোগ উঠেছিল। তার ফোন থেকে হ্যাকাররা বিবাহ বহির্ভুত সম্পর্কের গোপন ছবি ও তথ্য চুরি করেছিল বলে জানা যায়। আর সে সব তথ্য প্রকাশ করার জন্য তুলে দেওয়া হয় ‘ন্যাশনাল এনকোয়ারার’ নামে একটি মার্কিন ম্যাগাজিনের হাতে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিজস্ব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি এনক্রিপ্টেড ভিডিও ফাইল পাঠানো হয়েছিল জেফ বেজোসের অ্যাকাউন্টে। রিপোর্টে দাবি করা হয়েছে, এর কয়েক ঘণ্টার মধ্যেই বেজোসের ফোন থেকে যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া হয়।

বিশ্বের শীর্ষস্থানীয় দুই ধনী ব্যক্তি যুবরাজ ও বেজোসের মধ্যে মূলত বন্ধুত্বপূর্ণ বার্তা আদানপ্রদান হতো। ২০১৮ সালের ১ মে হোয়াটসঅ্যাপে তারা একই ধরনের বার্তা বিনিময় করেন। এর কয়েক ঘণ্টার মধ্যে বেজোসের মোবাইল ফোন থেকে বিপুল পরিমাণ তথ্য চুরি হয়ে যায়।

বেজোসের ডিজিটাল ফরেনসিক পরীক্ষাতেই ফোন হ্যাকিংয়ের এই প্রমাণ উঠে আসে।  তবে ফোন থেকে ঠিক কোন ধরনের তথ্য নেয়া হয়েছে এবং কীভাবে সেগুলো অপরপক্ষ পরবর্তীতে ব্যবহার করেছে সে ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য দিতে পারেনি গার্ডিয়ান।

আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ফিনান্সিয়াল টাইমস’ জানায়, বেজোসের ফোনের ফরেনসিক পরীক্ষা চালিয়েছিল এফটিআই কনসাল্টিং নামে একটি আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটির এক কর্মকর্তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে মন্তব্য করব না।’

অন্যদিকে হ্যাকার খুঁজে বের করার দায়িত্বে নিয়োজিত তদন্তকারী সংস্থার প্রধান গাভিন দ্য বেকার ওয়েবসাইট জানায়, ‘এটা স্পষ্ট, সৌদি যুবরাজ ওয়াশিংটন পোস্টকেই তার সবচেয়ে বড় শত্রু মনে করেছিলেন। তাই সৌদি সরকারই বেজোসের ফোন হ্যাক করিয়েছিল।’

জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১০ হাজার ৮৯০ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ সালের শ্রেষ্ঠ ধনীর তালিকায় এক নম্বরে ছিল ৫৫ বছরের জেফ বেজোসের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার তীব্র মতবিরোধ রয়েছে।

বেজোসের মালিকানাধীন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে ট্রাম্পের শীর্ষ সমালোচক মনে করা হয়। ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংসভাবে খুন হওয়া খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদমাধ্যমে সৌদি আরবের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম এসেছে। জীবদ্দশায় খাশোগি দ্য ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা