X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চীনে মহামারী ঠেকাতে ১০ দিনে হাজার বেডের হাসপাতাল নির্মাণ

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, ০৯:৫২আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৩:৪২
image

চীনে সম্প্রতি ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। মৃতের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। এ পর্যন্ত রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৮৩০ জনে দাঁড়িয়েছে। আর এ মহামারী ঠেকাতে ১০ দিনে হাজার বেডের হাসপাতাল নির্মাণ করছে দেশটি। মূলত উহান প্রদেশ থেকেই ছড়াচ্ছে ওই ভাইরাস। আক্রান্তদের চিকিৎসার জন্য উহান সেন্ট্রাল সিটিতে নতুন হাসপাতাল বানাচ্ছে প্রশাসন। কর্তৃপক্ষ আশা করছেন, ৩ ফেব্রুয়ারি নতুন হাসপাতালে চিকিৎসা শুরু হবে।

চীনে মহামারী ঠেকাতে ১০ দিনে হাজার বেডের হাসপাতাল নির্মাণ

প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, উহান সেন্ট্রাল সিটিতে হাসপাতাল নির্মাণে ব্যবহার করা হচ্ছে কয়েক ডজন ট্রাক। এরসঙ্গে রয়েছে মাটি খোঁড়ার যন্ত্র। হাসপাতালের আয়তন হবে ২৫ হাজার বর্গকিলোমিটার। তাতে একই সঙ্গে হাজার রোগীর চিকিৎসা হতে পারবে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনে এই পর্যন্ত ৮৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে যথেষ্ট সংখ্যক বেড নেই। তাই নতুন হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০০৩ সালে সার্স ভাইরাসের মোকাবিলা করার জন্য বেইজিংয়ের অল্প দূরে মাত্র এক সপ্তাহের মধ্যে নতুন হাসপাতাল তৈরি হয়েছিল। ২০০২-০৩ সালে ওই রোগে চীনের মূল ভূখণ্ডে মারা গিয়েছিলেন ৩৪৯ জন। হংকং-এ মারা গিয়েছিল ২৯৯ জন।

ইতোমধ্যে চীনের উহানসহ মোট তিনটি শহরের প্রায় দুই কোটি মানুষকে শহর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে সরকারি তরফে। এমনিতেই এই সপ্তাহে চীনা নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষ ছুটি কাটাতে বিভিন্ন স্থানে ভ্রমণ করবেন। তবে এইবার প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আনন্দ উদযাপনে সীমাবন্ধতা রাখা হয়েছে।

শিল্প ও পরিবহন কেন্দ্র হিসেবে জনপ্রিয় ও জমজমাট শহর উহান এখন কার্যত নিঃশব্দ। বহু গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। এক কোটিরও বেশি সংখ্যক মানুষকে ঘর থেকে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উহানের সি-ফুড মার্কেট থেকে এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রথম আশঙ্কা করা হচ্ছে। গত ৩১ ডিসেম্বর ওই ফউড মার্কেটেই কাজ করা এক ব্যক্তির মধ্যে অজানা সংক্রমণের হদিস মেলে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। সেই সংক্রমণ ছড়িয়েছিল তার স্ত্রীর মধ্যেও। চিকিৎসকরা বলেছিলেন, এই ভাইরাসের সংক্রমণ সার্স ভাইরাসের মতোই প্রাণঘাতী। তার পর থেকেই মৃত্যুমিছিল শুরু হয়েছে উহানসহ চীনের নানা প্রান্তে। মঙ্গলবার অবধি এই ভাইরাসজনিত রোগে চীনে মৃত্যু হয়েছিল ছয়জনের। বুধবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়। শুক্রবার পর্যন্ত এটা দাঁড়িয়েছে ৪১ জনে।

অস্ট্রেলিয়া, ফ্রান্স, তাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াতেও এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। প্রায় সব ক্ষেত্রেই দেখা গেছে, আক্রান্তেরা সম্প্রতি চীনের উহান বা অন্যান্য প্রদেশে ভ্রমণ করেছেন। তথ্য: দ্য ওয়াল

/এইচকে/জেজে/
সম্পর্কিত
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক