X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নাগরিকত্ব আইন ভারতের ‘অন্তরাত্মা’র জন্য হুমকি: নাসিরুদ্দিন শাহ

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ২০:৪৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২০:৪৫
image

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) তীব্র সমালোচনা করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি বলেছেন, এসব আইন ‘ভারতের অন্তরাত্মার জন্য হুমকি’। সম্প্রতি ইন্ডিয়ান কালচারাল ফোরামের এক নোটে এই মন্তব্য করেন তিনি। রবিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খরব জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

নাগরিকত্ব আইন ভারতের ‘অন্তরাত্মা’র জন্য হুমকি: নাসিরুদ্দিন শাহ

১৩ জানুয়ারি ইন্ডিয়ান কালচারাল ফোরামের প্রকাশিত ওই নোটে স্বাক্ষর করেছেন তিন শতাধিক বিশিষ্ট নাগরিক। তাদের মধ্যে অন্যতম অভিনেতা নাসিরুদ্দিন শাহ, পরিচালক মিরা নায়ার, লেখক অমিতাভ ঘোষ ও ঐতিহাসিক রোমিলা থাপার প্রমুখ। সেখানে তারা সিএএ ও এনআরসি বিরোধী চলমান ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সরকারি ওইসব পদক্ষেপের তীব্র সমালোচনা করেন।

পরে তারা এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, ‘ছাত্রসহ যারা এসব আইনের বিরুদ্ধে গিয়ে ভারতীয় সংবিধানের বহুত্ববাধ ও বৈচিত্র্যময় সমাজের প্রতিশ্রুতি বাস্তবায়নের আন্দোলনে শামিল হয়েছেন- আমরা তাদের সম্মান জানাই।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, “উন্মুক্ত আলোচনা বা জনগণের ভিন্নমতের সুযোগ না দিয়ে পার্লামেন্টের মাধ্যমে এসব আইন পাস করতে সরকারের নেওয়া কৌশল ও কার্যক্রম ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় মূলনীতিবিরোধী। এসব আইনের কারণে জাতীয় মূল্যবোধ হুমকির মুখে। এর ফলে লাখ লাখ মানুষের জীবিকা ও নাগরিকত্ব বিপন্ন হবে। এনআরসির জন্য যারা তাদের কাগজপত্র দেখাতে পারবে না, তারা রাষ্ট্রহীন হবে। আর এসব ‘অবৈধ’ নাগরিকরা সিএএ’র মাধ্যমে নাগরিকত হতে পারে, যদি তারা মুসলিম না হয়।”

উল্লেখ্য, সম্প্রতি পাস হওয়া সিএএ-তে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই আইনে মুসলিমদের বাইরে রাখা হয়েছে। এর আগে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। বাদ পড়াদের বেশিরভাগই মুসলমান। বিজেপির সাম্প্রতিক কর্মকাণ্ডকে অনেক সমালোচক মুসলিমবিরোধী এজেন্ডা বাস্তবায়ন হিসেবে দেখছেন। আর এসব আইনকে ‘মুসলিমবিরোধী’ ও ‘বৈষ্যমমূলক’ আখ্যা দিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে দেশজুড়ে। প্রতিবাদ জানিয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অভিনেতা কমল হাসান ও পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিশিষ্টজনেরা।

/এইচকে/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!