X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হোয়াইট হাউস সফরে ‘ইতিহাস সৃষ্টির’ আশা ইসরায়েলের প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ১৪:০৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৫:২৬

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে আসন্ন সফরে ইতিহাস সৃষ্টি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (২৬ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্তব্য করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য সেরা সুযোগ। নেতানিয়াহু বলেন, ‘আমরা অবশ্যই তা হারাবো না’। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার দিকে ইঙ্গিত করে নেতানিয়াহু এসব মন্তব্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

এই সপ্তাহে ওয়াশিংটন সফর করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফর সামনে রেখে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা আগামী মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। ওই পরিকল্পনা ইসরায়েলের জন্য চরম সুবিধাজনক হবে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটনে রওনা দেওয়ার আগে রবিবার মন্ত্রিসভার বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 'আমরা নাটকীয় রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্যে ছিলাম, তবে সামনে আরও চূড়ান্ত কিছু রয়েছে। তিনি বলেন, তিন বছর ধরে  প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে আমি আমাদের নিরাপত্তা এবং জাতীয় চাহিদা নিয়ে আলোচনা করেছি-শত শত ঘণ্টা ধরে বহু আলাপ হয়েছে, এসব আলোচনায় আমি হোয়াইট হাউসে ধারণক্ষম কান পেয়েছি যাদের ইসরায়েল রাষ্ট্রের দরকার রয়েছে। আমি বিশাল দায়িত্ব, বিশাল সুযোগ নিয়ে ওয়াশিংটনে যাচ্ছি আর আশা করছি আমরা ইতিহাস তৈরি করতে পারবো'।

প্রসঙ্গত, ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের শান্তি প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরায়েল-ঘেঁষা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন। এর পরে ইসরায়েলের সঙ্গে আর কোনও শান্তি আলোচনায় মার্কিন মধ্যস্ততা মানবে না বলে ঘোষণা দেয় ফিলিস্তিনিরা। তবে যুক্তরাষ্ট্রের তরফে বারবারই ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি নামে পরিচিত একটি শান্তি পরিকল্পনা ঘোষণার কথা বলা হয়েছে। ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার এই পরিকল্পনার নেপথ্যে কাজ করেছেন। বিভিন্ন সময়ে এই পরিকল্পনার বিভিন্ন অংশ সংবাদমাধ্যমে উঠে আসলেও যুক্তরাষ্ট্র তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে