X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকানো হয়েছে: ইমরান

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৭

কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকানো হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে পরিস্থিতি এখনও উত্তেজনাকর বলে মন্তব্য করেছেন তিনি। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকানো হয়েছে: ইমরান
ইমরান খান জানান, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা কমিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি উত্তেজনা নিরসনে আমাদের ভূমিকা রেখেছি এবং আমরা যুদ্ধ এড়িয়ে গেছি। তবে বিষয়গুলো এখনও উত্তেজনাকর এবং স্থায়ী সমাধানের জন্য আরও উদ্যোগ দরকার।

সাক্ষাৎকারে তুর্কি-পাকিস্তান সম্পর্ক নিয়েও কথা বলেন ইমরান খান। তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ পাকিস্তান সফরের কর্মসূচি রয়েছে। এ সফরে দুই ভ্রাতৃত্বপূর্ণ দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২০১৯ সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসনে উদ্যোগী হন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান জানান, উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে তাকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে সাংবাদিকদের ইমরান খান বলেন, ট্রাম্প আমাকে বলেছেন, যদি আমি উত্তেজনা কমাতে পারি, তবে আরেকটি চুক্তিতে পৌঁছানো যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

গত বছর জাতিসংঘের ওই অধিবেশনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই রুহানির সঙ্গে বৈঠকে মিলিত হন ইমরান। তখন সাংবাদিকদের তিনি জানান, মধ্যস্থতার চেষ্টার বাইরে আর কিছু বলা সম্ভব নয়। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সত্যিকার অর্থে তিনি (ইমরান খান) আমার কাছে অনুরোধ করেছেন। তিনি মনে করেন, ইরানি নেতার সঙ্গে আমার বৈঠকের ধারণাটি চমৎকার। আমরা দুজনেই এখানে রয়েছি। গত দুদিনে আমরা অনেক কূটনৈতিক বৈঠক করেছি।’ দৃশ্যত সেই কূটনৈতিক উদ্যোগে অগ্রগতি হয়েছে। যদিও পরিস্থিতি এখনও উত্তেজনাকর বলে সতর্ক করে দিয়েছেন ইমরান খান।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!