X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
করোনা ভাইরাস

আক্রান্ত বাবাকে আলাদা করায় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৭

করোনা ভাইরাস আতঙ্কে একজন বাবাকে সরিয়ে নেয় চীনা কর্তৃপক্ষ। বাড়িতে ছিল তার ১৬ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান। হুবেই প্রদেশের বাসিন্দা ওই কিশোরের নাম ইয়ান চেং। সে সেরিব্রাল পলসি আক্রান্ত। মুক ও বধির এ কিশোর নিজে কোনও কাজ করতে পারে না। তার মা অনেক আগেই মারা গেছেন। বাবাই তার পরিচর্যা করতেন। কিন্তু সম্প্রতি জ্বর হওয়ায় তার বাবাকে সরিয়ে নেয় প্রশাসন। এমন পরিস্থিতিতে বাড়িতে একা পড়ে থেকে মৃত্যু হয় ওই কিশোরের। আক্রান্ত বাবাকে আলাদা করায় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মৃত্যু
দৈনন্দিন জীবনযাপনের জন্য সবসময় কারও সাহায্য দরকার ইয়ান চেং-এর। সেটা না পেয়েই মৃত্যু হয়েছে তার। গত ২২ জানুয়ারি তার বাবা ইয়ান জিওয়াওয়েনকে জ্বরের জন্য আইসোলেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পাঁচদিন পর তার শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সন্ধান মিলে।

এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান, কেউ একজন তার বাড়িতে গিয়ে যেন তার সন্তানকে দেখেন। কিন্তু করুণ বাবার এই আবেদন বড় দেরিতে এসেছিল। ততদিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার প্রিয় সন্তান।

এ ঘটনায় স্থানীয় কাউন্টি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়ান জিয়াওয়েন তার ছেলের দায়িত্ব সামলাতে পারেননি। যে স্বজন ও গ্রামবাসীদের তিনি বিশ্বাস করেছিলেন তারাও এটা করতে পারেননি।’

যাদের দায়িত্বে ছেলেকে দিয়ে গিয়েছিলেন সঠিক দায়িত্ব পালন না করতে পারায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। স্থানীয় কমিউনিস্ট পার্টির সচিব ও মেয়রকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ওই কিশোরের মৃত্যুর কারণ এখনও সরকারিভাবে জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়ায় এই খবর আসার পরই লোকজন ক্ষুব্ধ হয়ে পড়েন। মঙ্গলবার চীনা সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অন্তত ২৭ কোটি পোস্ট দেওয়া হয়েছে। মেয়রকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে ছয় কোটি বার।

/এমপি/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া