X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চীন পেশাদারিত্বের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলা করছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৮

চীন পেশাদারিত্বের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭ ফেব্রুয়ারি শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এক ফোনালাপ শেষে টুইটারে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প
টুইটে ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে একটি দীর্ঘ ও চমৎকার কথোপকথন ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। তিনি খুব জোরালোভাবে করোনা ভাইরাস মোকাবিলায় মনোনিবেশ করেছেন। তিনি মনে করেন, তারা খুব ভালোভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। এমনকি কয়েক দিনের মধ্যেই হাসপাতালও তৈরি করে ফেলেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিছুই সহজ নয়, তবে তিনি সফল হবেন। আশা করি, বিশেষত আবহাওয়া উষ্ণ হতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাসটি দুর্বল হয়ে পড়বে এবং পরে এটি নিঃশেষ হয়ে যাবে।

তিনি বলেন, চীনে দুর্দান্ত শৃঙ্খলা চলছে। কেননা, প্রেসিডেন্ট শি জিনপিং দৃঢ়ভাবে নেতৃত্ব দিচ্ছেন। তার উদ্যোগ সফল হবে। চীনকে সাহায্যের জন্য আমরা নিবিড়ভাবে কাজ করছি।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, ভাইরাসটির কবলে পড়ে এ পর্যন্ত দেশজুড়ে মোট ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও তিন হাজার ১৪৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৬১ জনে।

এখন পর্যন্ত চীনসহ অন্তত ২৮টি দেশে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।  তবে মৃতদের মধ্যে সবাই চীনা নাগরিক।

করোনা ভাইরাস মোকাবিলায় ৬৭ কোটি ৫০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছেন ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস অ্যাডহানম গেব্রিয়াসাস। বহু দেশে করোনা ভাইরাস শনাক্তের পদ্ধতি না থাকাকে বড় দুশ্চিন্তার কারণ বলে জানিয়েছেন তিনি।

ডব্লিউএইচও-এর মহাপরিচালক বলেন, ‘ভাইরাসে আক্রান্তদের শনাক্ত, পরীক্ষা-নিরীক্ষা এবং তাদের সেবা নিশ্চিতে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়ানো ঠেকাতে সহায়তা দেওয়া প্রয়োজন।’

/এমপি/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া