X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অভিশংসন বিচারের দুই সাক্ষীকে বরখাস্ত করেছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৩
image

অভিশংসন বিচারের সময় সাক্ষ্য দেওয়া দুইজনকে তাদের পদ থেকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিশংসন থেকে অব্যাহতি পাওয়ার দুইদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার ভিন্ডম্যানকে পদচ্যুত করেন তিনি।

অভিশংসন বিচারের দুই সাক্ষীকে বরখাস্ত করেছেন ট্রাম্প

নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বছরের ১৮ ডিসেম্বর বিরোধী ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকায় সেখানে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে ট্রাম্প মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। কংগ্রেসকে অমান্য করার অভিযোগ খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।

গর্ডন সন্ডল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আইনজীবী বলেছেন, তাকে (গর্ডন) তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে হোয়াইট হাউজে ইউক্রেন বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত কর্নেল আলেকজান্ডারকে প্রত্যাহার করা হয়। সন্ডল্যান্ড বলেন, ‘আমাকে আজই জানানো হয়েছে, প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে আমাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।’

কর্নেল ভিন্ডম্যানের উপদেষ্টা ডেভিড প্রেসম্যান ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ‘আমার মক্কেলকে হোয়াইট হাউজ থেকে প্রত্যাহার করা হয়েছে। যেখানে তিনি যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্টের অর্পিত দায়িত্ব পালন করছিলেন।’

কর্নেল ভিন্ডম্যান্ডকে প্রত্যাহারের পর উত্তর ক্যালিফোর্নিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি তার (ভিন্ডম্যান্ড) প্রতি খুশি ছিলাম না।’ তবে এসব বিস্তারিত কিছু বলেননি তিনি।

এর আগে গত বুধবার অভিশংসন প্রক্রিয়া থেকে অব্যাহতি পাওয়ার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার স্টাফদের পুনর্বিন্যাসের আগ্রহ প্রকাশ করেন।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা