X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চীনে ফের শুরু হচ্ছে আইফোনের উৎপাদন

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৬

চীনে ফের শুরু হচ্ছে অ্যাপলের বিশ্বখ্যাত আইফোনের উৎপাদন। দেশটিতে অ্যাপলের জন্য এটি তৈরি করে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ফক্সকন। বুধবার ফক্সকনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে তাদের আইফোনের জন্য তৈরি চীনা কারখানায় ফের উৎপাদন শুরু হতে পারে। চীনে ফের শুরু হচ্ছে আইফোনের উৎপাদন
অ্যাপল ছাড়াও আরও বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য কাজ করে ফক্সকন। ফলে তারা উৎপাদনে গেলে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর কাজ ফের গতি পাবে।

বুধবার ফক্সকনের একটি সূত্র জানিয়েছে, তাদের প্রত্যাশা ফেব্রুয়ারির শেষ নাগাদ স্বাভাবিক অবস্থার তুলনায় অর্ধেক উৎপাদনে যেতে পারবে তারা। আর মার্চ নাগাদ এটি ৮০ শতাংশে উন্নীত করতে চায় প্রতিষ্ঠানটি।

এদিকে চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইতোমধ্যেই দেশটির বহু কারখানা ও দফতরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভেঙে পড়ার উপক্রম হয়েছে পণ্য সরবরাহ ব্যবস্থা। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ করে খাদ্যপণ্যের জন্য চীনের বিকল্প বাজার খুঁজছে অনেক দেশ। রাশিয়ার ফুড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান দিমিত্রি ভোস্ট্রিকভ জানিয়েছেন, এই মুহূর্তে চীন থেকে শাকসবজি, ফলমূল ও সামুদ্রিক খাবার রফতানির পরিমাণ কমে যাচ্ছে। তবে মরক্কো ও তুরস্কের মতো দেশগুলো সহজেই চীনের ঘাটতি পূরণ করতে পারে।

করোনা ভাইরাসে ব্যাপক প্রাণহানির ঘটনায় ইতোমধ্যেই অনেক দেশ চীন থেকে পণ্য আমদানি স্থগিত করেছে। দিমিত্রি ভোস্ট্রিকভ জানান, ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তার দেশ চীনের কাছ থেকে ৩৭০ মিলিয়ন ডলারের শাকসবজি আমদানি করেছে। আমদানিকৃত শাকসবজির পরিমাণ চার লাখ ৫৩ হাজার টন। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইসরায়েল ও তুরস্ক।

ইতোমধ্যেই নিজেদের চীনা কারখানার কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস। দেশটিতে করোনা ভাইরাসে প্রাণহানি প্রায় ৫০০-তে পৌঁছানোর পর এক বিবৃতিতে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এয়ারবাসের ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্টটি চীনের তিয়ানজিয়ানে অবস্থিত। সাময়িকভাবে ওই প্ল্যান্টটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে এয়ারবাস।

হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস ইতোমধ্যেই চীনের ৩১টি প্রদেশের সবগুলোতে ছড়িয়ে পড়েছে।

/এমপি/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া