X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনায় আক্রান্ত বাংলাদেশি শ্রমিককে ১০ হাজার ডলার দেবে সিঙ্গাপুর

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩০
image

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিককে ১০ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)। গত ৮ ফেব্রুয়ারি ওই শ্রমিক ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসী কর্তৃপক্ষ। টেলিগ্রাফিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ওই অর্থ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠাবে তারা।

করোনায় আক্রান্ত বাংলাদেশি শ্রমিককে ১০ হাজার ডলার দেবে সিঙ্গাপুর

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ওই শ্রমিকের চাকরিদাতা প্রতিষ্ঠান ই-কি ইনোভেশন্স; দ্য লিও ডরমেটরি অপারেটর মিনি এনভায়রনমেন্ট সার্ভিসেস এবং দেশটির অভিবাসী শ্রমিক কেন্দ্র (এমডব্লিউসি) যৌথভাবে এই অর্থ বরাদ্দ করেছে। সিঙ্গাপুরের কাকি বুকিতের দ্য লিও ডরমেটরিতে বাংলাদেশি ওই শ্রমিকের চিকিৎসা চলছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত ৪২তম ব্যক্তি হচ্ছেন তিনি।

সোমবার এমডব্লিউসি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার (আক্রান্ত বাংলাদেশি শ্রমিক) পরিবারের জন্য এটা এক কঠিন পীড়াদায়ক সময়। এই অনুদান পাওয়ার পর তারা এখন কিছুটা হলেও স্বস্তি পাবে।’

দেশটির অভিবাসী শ্রমিক কেন্দ্র বলেছে, ‘বাংলাদেশি ওই শ্রমিক হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তারা তার চাকরিদাতার সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া তার শারীরিক পরিস্থিতির সর্বশেষ বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে তার পরিবারকে জানানো হচ্ছে। মূলত এই সংকটের মুহূর্তে পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য অনুদান দেওয়া হয়েছে।’

এছাড়া আরও চার বাংলাদেশি শ্রমিক ওই দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। ভাইরাসে আক্রান্ত অভিবাসী শ্রমিকদের সব ধরনের চিকিৎসা ব্যয় মেটানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার।

এমডব্লিউসি আরও জানিয়েছে, যদি এসব শ্রমিকের অবস্থা আরও অবনতির দিকে যায় তাহলে তারা সর্বস্তরের মানুষের সহায়তায় একটি তহবিল গঠনের কথাও বিবেচনায় রেখেছে। একই সঙ্গে জনগণকে এ ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে, শ্রমিকদের কল্যাণের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

/এইচকে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়