X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যারা ‘ভারত মাতা কি জয়’ বলবে তারাই থাকবে: হিমাচলের মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৭

দিল্লিতে তিনদিনের সহিংসতায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে হিমাচল রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর বলেছেন, যারা 'ভারত মাতা কি জয়' বলবে তারাই কেবল দেশটিতে থাকবে। মঙ্গলবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

যারা ‘ভারত মাতা কি জয়’ বলবে তারাই থাকবে: হিমাচলের মুখ্যমন্ত্রী

জয় রাম ঠাকুর বলেন, ভারতে ভারত মাতা কি জয় বলা লোকেরাই থাকবে। যারা বলবে না, যারা ভারতের বিরোধিতা করবে, ভারতের সংবিধানকে শ্রদ্ধা করবে না, বারবার অসম্মান করবে, তাদের বিষয়ে ভেবে দেখার দরকার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের কারণে এই সহিংসতা কিনা জানতে চাইলে তিনি বলেন, যারা বলছে ‘দেশ খারাপ চলছে’, ‘ভারতে কিছুই ঠিকমতো চলছে না’, ‘এটি ভালো না’, ‘ওটি ভালো না’– এমনটি বলছে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার সময় হয়েছে বলে একজন রাজনীতিক হিসেবে আমি মনে করি।

মুখ্যমন্ত্রীর এই অবস্থানের বিরোধিতা করেছেন সিপিআই(এম) এমএলও রাকেশ সিং। তিনি বলেন, কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে তা আমার জানা নেই। কিন্তু সংবিধান অনুসারে, 'জয়', 'ইনকিলাব' বা 'বন্দেমাতরম'; কে কী বলবে সেটি তার ব্যক্তিগত অধিকার। সংবিধানের চেয়ে বড় কিছু কি আর আছে? যারা নিজেদের দেশপ্রেমী বলে তুলে ধরতে চাইলে তারা দেশের বৈচিত্র্যময়তাকে অবমাননা করছে এবং ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে ভিত্তিহীন বিতর্ক তৈরি করছে।

রবিবার সন্ধ্যা থেকে দিল্লিতে সহিংসতা বেড়েছে। বিশেষ করে তিনদিনের মধ্যে জাফরাবাদ ও চাঁদবাগ এলাকা থেকে সিএএবিরোধী বিক্ষোভকারীদের হটিয়ে দিতে বিজেপি নেতা কপিল মিশরা দিল্লি পুলিশকে আল্টিমেটাম দেওয়ার পর এই সহিংসতা বৃদ্ধি পায়।

মঙ্গলবার পর্যন্ত সহিংসতায় ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। উত্তর-পূর্ব দিল্লির বেশ কিছু এলাকায় মুসলিমদের ওপর হামলায় পুলিশ সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে। এদিন বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। 

 

/এএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা