X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দিল্লির ধ্বংসযজ্ঞ থেকে বহু প্রতিবেশীকে রক্ষা করেছেন দুই শিখ

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫০

১৯৮৪ সালের শিখ দাঙ্গার পর ভারতের রাজধানী দিল্লিতে সবচেয়ে বড় সহিংসতা হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি। হিন্দুত্ববাদীদের চালানো ওই তাণ্ডব থেকে উদ্ধার করে বহু মুসলমান প্রতিবেশীকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন দুই শিখ ধর্মাবলম্বী। মহিন্দর সিং ও তার ছেলে ইন্দ্রজিৎ সিং নিজেদের মোটরসাইকেলে করে প্রায় ৮০ জন মুসলমানকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। সংবাদমাধ্যম হাফপোস্ট ইন্ডিয়াকে নিজেদের সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তারা। মহিন্দর সিং

২৪ ফেব্রুয়ারি ওই বাবা ও ছেলে বুঝতে পারেন উত্তর-পূর্ব দিল্লির হিন্দু অধ্যুষিত এলাকা গোকুলপুরির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তখনই নিজেদের আতঙ্কিত প্রতিবেশীদের দলে দলে এক জায়গায় জড়ো করতে শুরু করেন তিনি। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে মুসলমান অধ্যুষিত এলাকা কারদামপুরে পৌঁছে দেওয়া শুরু করেন তারা।

মহিন্দর সিং (৫৩) জানান তার ছেলের একটি বুলেট মোটরসাইকেল আছে আর নিজের আছে একটা স্কুটি। আর তা নিয়ে দুজন মিলে এক ঘণ্টায় গোকুলপুরি থেকে কারদামপুরে প্রায় ২০টি ট্রিপ দিয়ে আতঙ্কিত প্রতিবেশীদের পৌঁছে দেন। নারী ও শিশু হলে একসঙ্গে তিন চারজনকেও নিয়েছেন তারা। আর পুরুষ হলে একবারে দুই থেকে তিনজনকে নিতে পেরেছেন তারা। আবার ছেলেদের মুসলমান পরিচয় লুকাতে কখনো কখনো শিখ পাগড়ি পরিয়ে নিয়েছেন তিনি।

দুই সন্তানের পিতা মহিন্দর সিং একটি ইলেক্ট্রনিক্সের দোকান চালান। তিনি বলেন, ‘আমি হিন্দু মুসলমান দেখিনি। আমি কেবল মানুষ দেখেছি। কেবল শিশু দেখেছি। মনে হয়েছে তারা আমার সন্তান আর তাদের কিছু হতে দেওয়া যায় না। আমরা তাদের সরিয়ে দিয়েছি কারণ সবারই মানবিক আচরণ করা উচিত আর যাদের প্রয়োজন তাদের সহায়তা করা উচিত। এর বেশি আর কী বলতে পারি’?

দিল্লিতে গত কয়েকদিনের ধ্বংসযজ্ঞে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকার একটি গোকুলপুরি। দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লালও এখানেই নিহত হয়। এই এলাকায় মুসলমানদের বহু বাড়ি, দোকানপাট ও মসজিদ পুড়িয়ে দিয়ে লুটপাট চালানো হয়। আর সেখানকার মুসলমানদের কারদামপুরে পৌঁছে দিয়ে নায়ক বনে গেছেন দুই শিখ ধর্মাবলম্বী। পুড়িয়ে দেওয়া মসজিদ

কারদামপুরে গিয়ে ওই দুই শিখের কথা জানতে পারে হাফপোস্ট ইন্ডিয়ার সাংবাদিকেরা। ১৯৮৪ সালের দাঙ্গার সময়ে ১৩ বছর বয়স ছিলো মহিন্দর সিংয়ের। সাম্প্রতিক তাণ্ডবের সময়ে সেই অভিজ্ঞতার কথা মনে পড়ে যায় তার।

২৩ ফেব্রুয়ারি বিজেপি নেতা কপিল মিশ্রের উসকানির সব শুরু হওয়া তাণ্ডবের পাঁচ দিন পর বুধবার গোকুলপুরিতে নিজের দোকান খুলতে পেরেছেন মহিন্দর সিং। নিজের দোকানে হাসিমুখে সাংবাদিকদের স্বাগত জানান তিনি। মুসলমান প্রতিবেশীদের রক্ষা করতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কী ছিলো জানতে চাইলে তিনি বলেন, আপনাদের আমাদের বিশ্বাস ও সংস্কৃতিকে বুঝতে হবে। হয়তো শুনে থাকবেন: নানক নাম চারদি কালা, তেরে বাহানে সরবাত দ্য ভালা। সরবাত দ্য ভালা মাসে সকলের ভালো চাই। আমরা মানবতা এবং আমাদের ১০ গুরুকে সম্মান জানাতে এটা করি। গুরুদের মূল বার্তা হলো সকলের সমৃদ্ধির জন্য কাজ করতে হবে।

সেদিনের ঘটনার বর্ণনায় মহিন্দর সিং জানান, ২৪ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে গোকুলপুরিতে উত্তেজনা বাড়তে থাকে। মানুষ ‘জয় শ্রীরাম’ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে আর ‘বিশ্বাসঘাতকদের’ গুলি করার আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকে। দ্রুত তাদের সংখ্যা বাড়তে থাকে। গোকুলপুরির মুসলমানেরা আতঙ্কিত হয়ে পড়ে আর জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মসজিদে আশ্রয় নেয়। পরে রাতে ওই মসজিদটিতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি এত দ্রুত খারাপ হতে থাকে যে নিজেদের কারটিও পার্কিং থেকে বের করার সুযোগ পাননি মহিন্দর সিং ও তার ছেলে। এর পরিবর্তে নিজেদের মোটরসাইকেল ও স্কুটিতে করে মুসলমান প্রতিবেশীদের বের করে নিতে শুরু করেন।

/জেজে/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়