X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অন্তত ৮০ দেশে ছড়িয়েছে করোনা, মৃত্যুর হার ৩.৪

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২০, ১৬:০৬আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৯:৪৮

চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে বিশ্বের অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে। বিশ্বজুড়ে এ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ হাজার ২৮৫ জনের। বেড়েছে আক্রান্তদের মৃত্যুর হার। শুরুর দিকে মৃত্যুর হার ছিল ২ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তা বেড়ে ৩.৪ শতাংশে দাঁড়িয়েছে। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেবিয়াসেস জানিয়েছেন, এমনিতে সিজনাল ফ্লুতে মৃত্যুর হার ০.১ শতাংশ। তবে এই ভাইরাসের ক্ষেত্রে মৃত্যুর হার অনেক বেশি। তবে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন, অচিরেই এই মৃত্যুর হার কমে আসবে।   

অন্তত ৮০ দেশে ছড়িয়েছে করোনা, মৃত্যুর হার ৩.৪

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের শেষ দিকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এ রোগে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৪৮১ জন। বিশ্বজুড়ে ৩ সহস্রাধিক মৃত্যুর পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে চিকিৎসাধীন ৩৮ হাজার ৫০৮ জন। এরমধ্যে ৬ হাজার ৪২০ জনের অবস্থা গুরুতর।

করোনায় আক্রান্ত হয়ে চীনেই মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। এরমধ্যে এই ভাইরাসের কারণে উহানেই প্রাণ গেছে ২ হাজার ৩০৫ জনের। বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানায়, চীনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। এরা সবাই হুবেই প্রদেশের। আর এরমধ্যে ২৩ জন উহানের। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। চীনের বাইরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে মৃত্যু হয়েছে ১০৭ জনের। এরপর রয়েছে ইরান। দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের। এছাড়া দক্ষিণ কোরিয়ায় ৩৫, যুক্তরাষ্ট্রে ১১, জাপানে ৬, ফ্রান্সে ৪, স্পেনে ২, হংকংয়ে ২, অস্ট্রেলিয়ায় ২, ইরাকে ২, থাইল্যান্ডে ১, তাইওয়ানে ১, সান ম্যারিনোতে ১ ও ফিলিপাইনে ১ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া ডায়ামন্ড প্রিন্স নামের একটি জাহাজে মৃত্যু হয়েছে ৬ জনের।

করোনা ভাইরাসে এখন মৃত্যুর হার ৩.৪ শতাংশ হলেও বিশেষজ্ঞরা এর পেছনে অন্য কারণ খুঁজে পেয়েছেন। তারা মনে করছেন, শনাক্ত করা যায়নি এমন অনেকেই করোনায় আক্রান্ত হতে পারে। তাদের বিবেচনায় নিলে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কমে আসতো। বিশেষজ্ঞরা বলছেন, ধীরে ধীরে মৃত্যুর হার কমে আসবে।

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়