X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিজেপির কর্মী হয়েও নিজের কারখানা বাঁচাতে পারলেন না মোহাম্মদ আতিক

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২০, ১৩:১২আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৩:২৬
image

বিজেপি সদস্য হয়েও বিদ্বেষের আগুন থেকে নিজের কারখানা বাঁচাতে ব্যর্থ হয়েছেন  উসমানপুরের বাসিন্দা মোহাম্মদ আতিক।  ভারতের রাজধানী দিল্লির ব্রহ্মপুরি মণ্ডলের বিজেপি সংখ্যালঘু সেল-এর প্রধান তিনি। হিন্দুত্ববাদী হিংসার আগুনে পুড়ে গেছে তার কারখানাও। আতিকের আশা ছিল, বিজেপি নেতৃত্বের কাছে অন্তত সান্ত্বনা পাবেন। তবে ‘সংখ্যালঘু’ হওয়ার কারণেই তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি।

মোহাম্মদ আতিক

বিতর্কিত সিএএ আইনবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৩ ফেব্রুয়ানি (রবিবার) থেকে দিল্লির পূর্ব অংশে শুরু হয় নজিরবিহীন সহিংসতা। বিজেপি নেতা কপিল মিশ্রের উসকানির পর  হিন্দুত্ববাদী তাণ্ডবের লক্ষ্যবস্তু বানানো হয় সেখানকার মুসলিমদের। হতাহত হয় বহু মানুষ। কারাওয়াল নগরে অবস্থিত আতিকের কাপড়ের কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হয় গত ২৫ ফেব্রুয়ারি রাতে।

আতিক জানান, প্রায় ১৪ বছর আগে ভাড়া করা জায়গায় তিনি নিজের কারখানা চালু করেন। “দিল্লিতে সহিংসতা যেদিন বাড়তে শুরু করল, তার ঠিক আগের দিন আমি আমার কর্মীদের বলি যেন কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। যখন আগুনের খবর আসে, আমি তখন বাড়িতে…কী যে অসহায় লাগছে,” বলছেন তিনি।

 “এখনো বিজেপি ছাড়িনি, তবে আর কিছুদিনের মধ্যে যদি পার্টি আমার সঙ্গে যোগাযোগ না করে... আমি রাস্তায় এসে গেছি, নিজের পায়ে ফের দাঁড়াব কী করে?” প্রশ্ন মোহাম্মদ আতিকের। ৪৫ বছর বয়সী এই ব্যক্তি বলেন, “আমার প্রতিবেশী ফোন করে জানান আগুনের কথা। আমি নিজে এখনও ভয়ে কারখানায় যাইনি। কাছেই আমার ছোট ভাইয়ের কারখানাতেও আগুন দেওয়া হয়। আমি আশা করেছিলাম যে বিজেপির নেতারা অন্তত ফোন করবেন, সাহায্য করার কথা বলবেন, সান্ত্বনা দেবেন” ।

পাঁচ সন্তানের পিতা আতিক গত ১৬-১৭ বছর ধরে বিজেপির নিচুতলার কর্মী হিসেবে কাটিয়েছেন। তার কথায়, “আমাদের দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারির মতোই আমিও বিহারের লোক। উনি চেনেন আমাকে…কিন্তু আমার নামটা মুসলমান তো, তাই আমাকে দূরে ঠেলে দিয়েছেন।”

আতিক জানান, বিজেপি কর্মী হওয়া নিয়ে মুসলমান সম্প্রদায়ের একাধিক প্রশ্নের মুখে পড়েছেন তিনি। “আমি প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদির ‘সবকা সাথ সবকা বিকাশ’ স্লোগানে বিশ্বাস করেছিলাম, যারা বিজেপির সমালোচনা করত, তাদের সঙ্গে তর্ক করতাম। এখন ওরাই আমায় জিজ্ঞেস করছে, পার্টি আমার জন্য কী করেছে। আমার কাছে কোনও উত্তর নেই।”




/বিএ/
সম্পর্কিত
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
শ্রীলঙ্কায় গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরি করবে চীন
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি