X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২০, ০৫:১১আপডেট : ১৭ মার্চ ২০২০, ০৫:১৩

ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেওয়ার অভিযোগে ২৯৮ জন সরকারি কর্মকর্তাকে আটক করেছে সৌদি আরব। এদের মধ্যে সেনা ও নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন। রবিবার (১৫ মার্চ) রাতে দেশটির দুর্নীতি বিরোধী কমিশন নাজাহ’র এক ঘোষণায় জানানো হয়েছে, হেফাজতে থাকা এসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করছেন তদন্তকারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ২০১৭ সালের অভিযানে আটক শত শত প্রভাবশালীকে রিটজ কার্লটন হোটেলে রাখে সৌদি কর্তৃপক্ষ

দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে বড় ধরনের অভিযান চালায় সৌদি আরব। ওই সময় রাজ পরিবারের বহু সদস্য এবং দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ী আটক করা হয়। রিয়াদের বিলাসবহুল রিটজ কার্লটন হোটেলে তাদের আটক রাখা হয়। সেখানে অনেকের ওপর নির্যাতন চালানোর অভিযোগও ওঠে। বিশেষজ্ঞদের মতে, ওই অভিযান ব্যবহার করে সম্ভাব্য বিরোধীদের দমন করেন ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

প্রায় ১৫ মাস পর গত বছর সৌদি রাজ দরবার ওই অভিযান সমাপ্তির ঘোষণা দেয়। পরে সাধারণ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ। রবিবার রাতে নাজাহ’র এক টুইট বার্তায় বলা হয়, ঘুষ, আত্মসাৎ ও ক্ষমতার অপব্যহারের মাধ্যমে মোট ৩৭ কোটি ৯০ লাখ রিয়াল তছরুপের অভিযোগে ২৯৮ জন কর্মকর্তাকে আটক করা হয়েছে।

নাজাহ’র ঘোষণায় জানানো হয়েছে, আটককৃতদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আট কর্মকর্তা রয়েছেন। তাদের বিরুদ্ধে ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে সরকারি চুক্তি থেকে ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া আটক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯ কর্মকর্তা। ঘুষ নেওয়ার অভিযোগে আটক হয়েছেন দুই বিচারকও। তবে আটক হওয়া কর্মকর্তাদের নাম বা অন্য কোনও পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের আগে  অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ এনে গত৭ মার্চ (শনিবার) গ্রেফতার করা হয় বাদশাহ সালমানের ভাই রাজপুত্র আহমাদ বিন আবদুল আজিজ, সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ও নওয়াফ বিন নায়েফকে। অনেকেই মনে করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সব ধরনের ভিন্নমত নির্মূলের মিশন নিয়েছেন এবং রাজা হওয়ার পথ নির্বিঘ্ন করতে চান। এই বিবেচনায় রাজতন্ত্রের অভ্যন্তরের সমালোচকদের কাছে কঠোর বার্তা দেবে দিতে এই গ্রেফতার অভিযান চালানো হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া