X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইতালিতে নতুন করে ৬২৭ জনের মৃত্যু, সেনা মোতায়েন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
২১ মার্চ ২০২০, ০০:৩১আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:২৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত এক দিনে আরও ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে চার হাজার ৩২ জনে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে লকডাউন কার্যকর করে নাগরিকদের ঘরে থাকতে বাধ্য করতে দেশটির উত্তরাঞ্চলীয় লোমবার্দে এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার ওই অঞ্চলে আপাতত ১১৪ জন সেনা মোতায়েন করা হয়েছে। ইতালিতে নতুন করে ৬২৭ জনের মৃত্যু, সেনা মোতায়েন

প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় আগের দিনই চীনকে পেছনে ফেলেছে ইতালি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৫ জনের। তবে পশ্চিমা সংবাদমাধ্যমে এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ।

ইতালির সবচেয়ে উপদ্রুত এলাকাগুলোর একটি উত্তরাঞ্চলীয় লোমবার্দে। গত মাসে এই এলাকাতেই প্রথম ভাইরাসটির প্রকোপ শুরু হয়। বর্তমানে সেখানকার হাজার হাজার মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সেখানে সহায়তা দিচ্ছেন চীনের মেডিক্যাল বিশেষজ্ঞরা। তারা বলছেন, লোমবার্দেতে আরোপিত নিষেধাজ্ঞা যথেষ্ট কঠোর নয়।

লোমবার্দে অঞ্চলের প্রেসিডেন্ট আত্তিলো ফোন্টানা শুক্রবার বলেছেন, সরকার সেনা মোতায়েনের বিষয়ে একমত হয়েছে। ওই অঞ্চলে আপাতত ১১৪ সেনা মোতায়েনের কথা জানিয়ে তিনি বলেন, ‘সংখ্যাটি খুবই অল্প তবে এটা ইতিবাচক। দুর্ভাগ্যজনকভাবে আমরা আক্রান্তের সংখ্যা কমার প্রবণতা দেখতে পাচ্ছি না, তা বাড়ছেই।’

মিলানের কর্মরত নার্স ড্যানিয়েলা কনফ্যালোনিয়েরি বলেছেন, ‘পরিস্থিতি এতটাই মারাত্মক যে এখন আর মৃতদেহ গণনা করা যাচ্ছে না’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা মারাত্মক চাপ ও উত্তেজনার মধ্যে কাজ করছি’।

এদিকে করোনা সংকট মোকাবিলায় সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছে ইতালির সরকার। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত যারা কর্মহীন থাকবে তারা বেতনের আশি ভাগ অর্থ পাবে। হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের পুলিশ ব্যাপক শাস্তি ও জরিমানা আরোপ করছে। স্টেশনে ঘুমানো ছিন্নমূল মানুষদের পুলিশ তুলে নিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে।

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা