X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২০, ১৭:১৪আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৭:২১

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং দেশটির বেশ কয়েক জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের স্বাস্থ্যহানি ঘটাতে যুক্তরাষ্ট্রে কোকেইন পাঠানোর অভিযোগ আনা হয়েছে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) মার্কিন অ্যাটর্নি জেনারেল এই অভিযোগ ঘোষণা করেন। মাদুরোকে গ্রেফতার সংক্রান্ত তথ্যের জন্য দেড় কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মাধ্যমে দেশ দুটির মধ্যে উত্তেজনা জোরালো হবে।   ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ যুক্তরাষ্ট্রের   

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই দুর্নীতি ও নৃশংস শাসনের অভিযোগ করে আসছে ওয়াশিংটন। তবে বরাবরই ওই অভিযোগ অস্বীকার করছে ভেনেজুয়েলা। গত বছর দেশটির বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলে তাকে সমর্থন দেয় ওয়াশিংটন। এছাড়া দেশটির তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞাসহ নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র। মাদুরোর বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন সেই ধারাবাহিক চাপের অংশ বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ছাড়াও ভেনেজুয়েলার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলার নাগরিকেরা একটি স্বচ্ছ, দায়িত্বশীল ও প্রতিনিধিত্বশীল সরকার পাওয়ার যোগ্য যারা জনগণের প্রয়োজন মেটাবে… অবৈধ মাদক পাচারের জড়িত থাকবে না’।

নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ট ১৪ কর্মকর্তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস, মাদক পাচার, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ঘোষণা করেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তিনি বলেন কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের সঙ্গে যোগসাজশে আমেরিকান জনগোষ্ঠীকে বিপর্যয়ে ফেলে দিতে যুক্তরাষ্ট্রে কোকেইন পাঠাচ্ছে মাদুরো। এছাড়া ফার্ক বিদ্রোহীরা ভেনেজুয়েলাকে নিরাপদ স্বর্গ হিসেবে ব্যবহারের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। এছাড়া পৃথক এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, ভেনেজুয়েলার একটি বিমান ঘাঁটি থেকে মাদক বোঝাই বিমান যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিজা। এদিকে পৃথক এক টুইট বার্তায় নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া ভেনেজুয়েলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

/জেজে/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়