X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২০, ১২:৪২আপডেট : ২৯ মার্চ ২০২০, ১২:৪৭
image

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটিই রাজ্যটিতে করোনাভাইরাস জনিত প্রথম শিশু মৃত্যুর ঘটনা। ইলিনয়ের স্বাস্থ্য দফতরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনায় এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত শিশুদের জটিল অসুস্থতায় ভোগা কিংবা মৃত্যুর রেকর্ড খুবই বিরল। বেশিরভাগের ক্ষেত্রেই সাধারণ সর্দি, জ্বর, কাশিতেই সেরে যেতে দেখা গেছে। হাসপাতালে ভর্তি করতে হয়েছে অল্প সংখ্যক শিশুকে। পরিসংখ্যানে দেখা গেছে, সাধারণত বয়স্ক মানুষ এবং অন্য আরও জটিল রোগে আক্রান্তদের মধ্যে করোনাজনিত মৃত্যু ঝুঁকি বেশি।

ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিজকার জানিয়েছেন, ওই শিশুর মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। তার স্বাস্থ্যজনিত অন্য কোনও জটিলতা ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আপনারা যারা গুরুত্ব দিচ্ছেন না, তাদের জন্য এটি সতর্ক সংকেত।’

ইলিনয়ের জনস্বাস্থ্য দফতরের পরিচালক নোজোগি এজিকে বলেন, ‘মৃত্যুর কারণ নিরুপণ করতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এ ভীতিকর ভাইরাসের বিস্তার ঠেকাতে যথাসাধ্য ব্যবস্থা নিতে হবে আমাদের। শুধু নিজেদের সুরক্ষাই নয়, আমাদের আশেপাশের মানুষদেরও সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত চীনা গবেষকদের বিবৃতিতে করোনায় আক্রান্ত হয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যুর কথা জানানো হয়েছিল। ওই শিশুর অন্ত্রে ব্লক হিয়েছিল এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়েছিল। চার সপ্তাহ ধরে হাসপাতালে থাকার পর তার মৃত্যু হয়।

পেডিয়াট্রিকস সাময়িকীতে প্রকাশিত আরেক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল চীনে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা ২১০০। এর মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই গবেষণায় আরও বলা হয়েছিল, আক্রান্ত শিশুদের মধ্যে ৬ শতাংশেরও কম শিশু গুরুতর অসুস্থ হয়েছে। এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুর খবর জানালো ইলিনয় অঙ্গরাজ্য কর্তৃপক্ষ।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যুক্তরাষ্ট্র থেকে কোটি টাকার মাদকের পার্সেল, আটক ৩
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি