X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাজারে করোনার ভ্যাকসিন আনছে জনসন অ্যান্ড জনসন?

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২০, ১২:৫২আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৩:২৮
image

আগামী বছরের শুরুতেই বাজারে করোনার ভ্যাকসিন আনার পরিকল্পনা করছে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, এই পরিকল্পনাকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর নাগাদ করোনাভাইরাসের জন্য তৈরি ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগের চিন্তা করছে তারা। সোমবার জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে।

বাজারে করোনার ভ্যাকসিন আনছে জনসন অ্যান্ড জনসন?

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসনের দাবি অনুযায়ী তারা জানুয়ারি মাস থেকেই ভ্যাকসিন তৈরিতে কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবপরিষেবা বিভাগের বায়োমেডিক্যাল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (বিএআরডিএ) সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। এক্ষেত্রে গবেষণা ও পরীক্ষার জন্য তহবিল জোগাতে ১০০ কোটি মার্কিন ডলার সরবরাহ করা হচ্ছে।

জনসন অ্যান্ড জনসনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যালেক্স গোরস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্ব এখন জরুরি জনস্বাস্থ্যের সংকটের মুখোমুখি হচ্ছে এবং আমরা কোভিড-১৯ ভ্যাকসিনকে যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং সাশ্রয়ী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। জনসন ও জনসনের বিশ্ব উৎপাদন ক্ষমতাও প্রসারিত করবে, যাতে এটি অনুমোদিত হলে দ্রুত এই ভ্যাকসিন তৈরি করতে পারে।’

বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে জনসন অ্যান্ড জনসন কেবল একা টিকা তৈরির দৌড়ে অংশ নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান মর্ডানা গত ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিন পরীক্ষার জন্য সরকারি গবেষকদের কাছে পাঠিয়েছিল। এ মাসের শুরুর দিকে পরীক্ষামূলকভাবে প্রথম ডোজ স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়েছে। সিয়াটলের জেনিফার হলারের ওপর করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে।

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!