X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৫৯

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ০৯:৪৪আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৯:৪৮

ভারতের মুম্বাইয়ে মঙ্গলবার একদিনেই নতুন করে ৫৯ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আর গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে নতুন করে শনাক্ত হয়েছে মোট ১৪৬ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত মোট এক হাজার ৩৯৭ জনের শরীরে এ ভাইরাস ধরা পড়েছে। এরমধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১২৩ জন। মুম্বাইয়ে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৫৯

১৩০ কোটিরও বেশি জনসংখ্যার দেশে ভারতে সরকারিভাবে করোনাভাইরাসের যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে তা নিয়ে অবশ্য সন্দিহান বিশেষজ্ঞরা। অনেকেই প্রশ্ন তুলছেন, আদৌ কি যথেষ্ঠ পরিমাণে পরীক্ষা করা হচ্ছে?

করোনাভাইরাস পরীক্ষার জন্য ভারতে ৫২টি সরকারি হাসপাতাল বা মেডিক্যাল ইনস্টিটিউট চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেখানে চলে গেলেই যে কেউ টেস্ট করাতে পারবেন – বিষয়টা এমন নয়। আগে হটলাইনে ফোন করে ভ্রমণের ও মেলামেশার ইতিহাস জানাতে হবে, উপসর্গের বিবরণ দিতে হবে। তারপর সব শর্ত মিললে তবেই টেস্টের ছাড়পত্র মিলবে। অবশ্য এখন সে পরিস্থিতির কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে।

পরীক্ষার সরঞ্জাম ও সক্ষমতা থাকা সত্ত্বেও এতো কম সংখ্যক টেস্ট করানো নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্রুকিংস ইন্ডিয়ার গবেষণা প্রধান শামিকা রাভি বলেন, ‘এতো সামর্থ্য নিয়েও এতো কম টেস্ট করানো একেবারেই অর্থহীন। যেসব দেশ সফলভাবে করোনাভাইরাস মোকাবিলা করেছে, তাদের অভিজ্ঞতা কিন্তু বলছে আর্লি টেস্টিং, অর্থাৎ উপসর্গ কম থাকাকালীন প্রচুর পরীক্ষা করানোই সাফল্যের চাবিকাঠি। কাজেই ভারতের টেস্ট করানোর ক্ষমতা থাকলে সেটা পূর্ণ শক্তিতে ব্যবহার করা উচিত।’

করোনাভাইরাস সংক্রমণের প্রকৃত চিত্র ভারত লুকোতে চায়, এমন অভিযোগ অবশ্য একেবারেই মানতে রাজি নয় দিল্লির নরেন্দ্র মোদি সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেছেন, ‘ভারত এখানে শতভাগ স্বচ্ছ্বতা নিয়ে কাজ করছে এবং একটা প্রটোকল মেনে চলছে।’ সূত্র: এনডিটিভি, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া