X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বরিস জনসনের স্বাস্থ্যের অবনতি?

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২০, ১৯:৫৪আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২০:০২
image

১০ দিন ধরে করোনাভাইরাসজনিত সংক্রমণে ভোগার পর রবিবার হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছোটখাটো কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে দাবি করা হলেও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান দিয়েছে ভিন্ন আভাস। যুক্তরাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে গার্ডিয়ান দাবি করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হয়েছে। ভাইরাসজনিত সংক্রমণ না বাড়লে কিংবা চিকিৎসকরা ‍উদ্বেগ প্রকাশ না করলে এ মুহূর্তে বরিস হাসপাতালে ভর্তি হতেন না।

বরিস জনসন দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে যারা সুস্থ হয়েছেন তাদের বেশিরভাগেরই সময় লেগেছে এক সপ্তাহ। এমনকি পরীক্ষা না করালে অনেকে হয়তো বুঝতেই পারতেন না যে তাদের করোনা হয়েছে। করোনার লক্ষণ দেখা গেলে বাড়িতে থাকতে, বিশ্রাম নিতে ও প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ৮০ ভাগের ক্ষেত্রে এ প্রক্রিয়াতেই সংক্রমণ সেরে যেতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য দফতরের পরামর্শ হলো, সপ্তাহ শেষে যদি শুষ্ক কাশি, শরীরের তাপমাত্রা, অবসাদ ভাব না যায় কিংবা সেগুলো আরও বেড়ে যায় তবে আক্রান্তদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী এবঙ উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষেরা আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহেই ভাইরাসকে মোকাবিলা করতে সক্ষম হন। বিপত্তি তৈরি হয় অসুস্থতা দ্বিতীয় সপ্তাহে গড়ানো মানুষদের ক্ষেত্রে। এসময়ে আক্রান্তের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসটির প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় এবং এতে নিজের শরীরের বিভিন্ন অঙ্গই আঘাতপ্রাপ্ত হয়। আর তাই গুরুতর অসুস্থ ব্যক্তিরা এক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের অকার্যকারিতার কারণে মারা যান।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী যে সময়ে আক্রান্ত হয়েছেন সে সময়েই আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তবে হ্যানকক এক সপ্তাহের মাথায় সুস্থ হয়ে গেলেও সুস্থ হতে পারেননি বরিস জনসন।  ফুসফুস ও রক্ত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে সেখানে চিকিৎসার জন্য একরাত থাকতে হতে পারে। এটিকে রুটিন চেকআপ ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে ডাউনিং স্ট্রিট। তবে গার্ডিয়ান বলছে, হাসপাতালে এখন যে ধরনের চাপ, তাতে ছোটখাটো সমস্যার জন্য বরিস হাসপাতালে ভর্তি হতেন না। ছোটখাটো পরীক্ষা ডাউনিং স্ট্রিটে বসেই করানো যেতো।

ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেলথ এন্ড কেয়ার এক্সসিলেন্স এর শুরুর দিকের গাইডলাইন অনুযায়ী যে লক্ষণগুলি দেখলে রোগীদেরকে হাসপাতালে পাঠানোর জন্য চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়েছিল-

বিশ্রামে থাকা অবস্থাতেও ঘন ঘন নি:শ্বাস বা তীব্র শ্বাসকষ্ট

কাশির সঙ্গে রক্ত যাওয়া

ঠোঁট বা মুখ নীল হয়ে যাওয়া

শীত শীত ভাব লাগা, গায়ের চামড়া ফ্যাকাসে হওয়া

পড়ে যাওয়া কিংবা জ্ঞান হারিয়ে ফেলা

প্রস্রাব কম হওয়া বা না হওয়া

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
নিরাপত্তা হুমকিতে ওডেসা সফর বাতিল করেছিলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি