X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে: গবেষণা

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২০, ০৩:২০আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৩:২৪

২০২০ সালের ৩১ মার্চ বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে। তবে এর মধ্যে মাত্র ছয় শতাংশকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এমনটাই দাবি করেছেন জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে: গবেষণা

নতুন ওই গবেষণায় বলা হয়, বিশ্বজুড়ে স্বাস্থ্য সংস্থাগুলো করোনা আক্রান্তের যে আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি।

সেন্ট্রাল জার্মানির গ্যোটিংগেন ইউনির্ভাসিটির দুই গবেষক ক্রিস্টিয়ান বোমার ও সেবাস্টিয়ান ভল্মের মাসিক জার্নাল ‘দ্য ল্যানসেট ইনফেকশিয়াস ডিজিজেস'-এ সম্প্রতি প্রকাশিত কয়েকটি গবেষণাপত্রের তথ্য বিশ্লেষণ করেন।

তারা করোনা আক্রান্তের আনুষ্ঠানিক রেকর্ড কতটা ঠিক সেটা মূল্যায়ন করতে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু এবং সংক্র‍মিত হওয়া থেকে মৃত্যু পর্যন্ত ‍মাঝের সময় নিয়ে হিসাব করেন। এতে দেখা যায়, পৃথিবীজুড়ে দেশগুলো গড়ে মোট আক্রান্তের মাত্র ছয় শতাংশ শনাক্ত করতে পেরেছে।

অধ্যাপক ভল্মের বলেন, ‘আসলে করোনা সংক্রমণের মোট সংখ্যা ইতোমধ্যেই কোটি ছাড়িয়েছে। তাই সরকার বা নীতিনির্ধারকদের করোনা সংক্রমণের সংখ্যার ভিত্তিতে কোনও পরিকল্পনা করার ক্ষেত্রে চরম সাবধানতা অবলম্বন করা ‍উচিত।’

বিভিন্ন দেশে টেস্টের পরিমাণ ও টেস্টের ফলের গ্রহণযোগ্যতার মধ্যেও ব্যাপক পার্থক্য রয়েছে বলে সতর্ক করেন অধ্যাপক ভল্মের। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক এসব তথ্য খুব একটা সাহায্য করতে পারবে না।’

দুই গবেষক বলেন, ৩১ মার্চ পর্যন্ত জার্মানিতে হয়তো চার লাখ ৬০ ‍হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। ওই সময়ে যুক্তরাষ্ট্রে হয়তো মোট সংক্রমণ এক কোটি ছাড়িয়েছে। স্পেনে ৫০ লাখের বেশি, ইতালিতে ৩০ লাখের বেশি এবং যুক্তরাজ্যে ২০ লাখের মত মানুষ সংক্রমিত হয়েছেন।

অথচ জনস হপকিন্স ইউনির্ভাসিটির দেওয়া তথ্যানুযায়ী ৩১ ‍মার্চ পর্যন্ত বিশ্বজুড়ে নয় লাখের মতো মানুষের করোনা শনাক্ত হয়েছে।

গবেষকরা বলছেন, অপর্যাপ্ত এবং দেরিতে টেস্ট করানোর ফলেই হয়তো ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো ইউরোপের কয়েকটি দেশে জার্মানির তুলনায় করোনা সংক্রমণে মৃত্যুর হার এত বেশি।

এই গবেষকরা বলছেন, জার্মানি তাদের মোট আক্রান্তের প্রায় ১৬ শতাংশকে শনাক্ত করতে পেরেছে। সেই তুলনায় ইতালি মাত্র ৩ দশমিক ৫ শতাংশ এবং স্পেন ১ দশমিক ৭ শতাংশ সংক্রমণ শনাক্ত করেছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রে শনাক্তের হার ১ দশমিক ৬ শতাংশ আর যুক্তরাজ্যে এ হার ১ দশমিক ২ শতাংশ।

গবেষকরা দেশগুলোকে ব্যাপক হারে টেস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, শনাক্তের পর নতুন রোগীদের আইসোলেশনে রাখতে হবে। তাদের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করতে হবে। যদি দেশগুলো এটা করতে ব্যার্থ হয় তবে হয়তো দীর্ঘ সময় ধরে ভাইরাসটি লুকিয়ে রয়ে যাবে এবং যেকোনও সময় আবার এর প্রদুর্ভাব ঘটবে।’

/এমপি/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা