X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনায় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতির নির্দেশ পুতিনের

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২০, ০২:৩৭আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৩:১৬

রাশিয়ার করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হয়ে উঠছে বলে সোমবার স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রয়োজন পড়লে সেনা চিকিৎসক দলসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সব সম্পদ ব্যবহার হবে বলে জানান তিনি। ভাইরাস ঠেকাতে সামনের কয়েক সপ্তাহ চূড়ান্ত সতর্ক থাকতে হবে বলেও কর্মকর্তাদের সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। করোনায় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতির নির্দেশ পুতিনের সোমবার রাশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত এক দিনে সেখানে নতুন করে দুই হাজার ৫৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এক দিনে দেশটিতে এটাই সর্বোচ্চ শনাক্তের ঘটনা। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী মস্কোতে লকডাউন কঠোর করা হলেও সেখানেই সবেচয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে সোমবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিভিশনে সম্প্রচারিত ওই বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি ক্রমাগত পরিবর্তন হচ্ছে। সম্ভাব্য যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল স্কুল থেকে অতিরিক্ত লোকবল নিয়োগ দিতে কর্মকর্তাদের আদেশ দেন পুতিন।

বৈঠকে উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা প্রেসিডেন্ট পুতিনকে জানান, করোনা আক্রান্ত রোগীদের জন্য রাশিয়ার হাসপাতালের ৪০ হাজার শয্যা প্রস্তুত রয়েছে। এই সংখ্যা ৯৫ হাজারে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তিনি জানান, প্রতিদিন ১৬ থেকে ১৮ শতাংশ হারে নতুন আক্রান্ত বাড়ছে।

উল্লেখ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন দূরে থেকে কাজস চালিয়ে যাচ্ছেন। এই মাসে তার এক মুখপাত্র জানান, সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলানো এক চিকিৎসকের করোনা সংক্রমণ শনাক্তের পর দূরে থেকে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পুতিন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি