X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুর্ভিক্ষ ঠেকাতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবস্থা নিতে হবে: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২০, ১৬:২৭আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৯:১২
image

কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে আফ্রিকাসহ স্বল্পন্নোত বিশ্বের বেশ কিছু দেশ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন দেশে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ায় এ শঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) এর জরুরি ব্যবস্থাপনাবিষয়ক পরিচালক ডমিনিক বারজিওনকে উদ্ধৃত করে এ আভাস দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বিশেষজ্ঞরা বলছেন, ২০০৭-০৮ সালের দিকে খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে বিশ্বজুড়ে যে ধরনের সহিংস পরিস্থিতি দেখা গিয়েছিলো তার পুনরাবৃত্তি হতে পারে। বিশ্ব চাইলে আসন্ন এ সংকট ঠেকাতে পারে, তবে তা করার সময় ফুরিয়ে আসছে। খুব দ্রুতই সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে হবে।

দক্ষিণ আফ্রিকায় ত্রাণ বিতরণ

ফসলের ওপর পঙ্গপালের আক্রমণের কারণে এমনিতেই তীব্র সমস্যার মধ্যে আছে আফ্রিকার বেশ কয়েকটি দেশ। ৭০ বছরের মধ্যে এ ধরনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়তে হয়েছে তাদের। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই এসব দেশের অন্তত ২ কোটি মানুষ প্রচণ্ডরকমের খাদ্য অনিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে ছিল।

জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) এর জরুরি ব্যবস্থাপনাবিষয়ক পরিচালক ডমিনিক বারজিওন বলেন, ‘খাদ্য নিরাপত্তাজনিত দিক থেকে কিছু জায়গা দুর্ভিক্ষের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে।’ তিনি আরও বলেন, ‘অভাবের মাত্রাটা এমনিতেই অনেক বেশি। এ সময়ে আরেকটি আঘাত তারা সহ্য করতে পারবে না। এ নিয়ে আমরা খুব উদ্বেগে আছি।’

২০০৭-০৮৭ সালের দিকে বিশ্বব্যাপী যখন আর্থিক মন্দা দেখা দিয়েছিল, তখন খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছিল বিভিন্ন দেশ। আর এতে করে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে সহিংসতা ও অস্থিরতা দেখা দিয়েছিল। এবার তা না করতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডমিনিক। তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক সংহতি ও মানবিকতারই প্রশ্ন নয় শুধু, এটি বিশ্বের নিরাপত্তারও প্রশ্ন। বিশ্বেকর কিছু অংশের পরিস্থিতি যেন খাদ্য নিয়ে সহিংসতার মতো অবস্থা তৈরি না করে তা নিশ্চিত করতে হবে।’

ডমিনিক বারজিওনের এ আশঙ্কাকে সমর্থন জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সিনিয়র অপারেশনস ডিরেক্টর আমির দাউদি। আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে সংস্থাটি। ডমিনিকের মতো আমির দাউদিও মনে করেন, ২০০৭-৮ সালের মতো পরিস্থিতি দেখা দিতে পারে। তিনি বলেন, ‘মনে আছে ২০০৭ সালে খাদ্যদব্যের উচ্চ মূল্য সহিংস পরিস্থিতি তৈরি করেছিল। সেরকম পরিস্থিতি ঠেকাতে বিশ্ব সম্প্রদায়কে একত্রিত হতে হবে। বিশ্বে অসহায় দেশগুলোকে সমর্থন দিতে পারলে খাদ্য সংকট ঠেকানো সম্ভব হবে। দাউদি আরও বলেন, ‘সংকটকে কেন্দ্র করে এখনও খাদ্যদ্রব্যের দাম খুব একটা বাড়েনি। আন্তর্জাতিক সমন্বয়ই পারে খাদ্যের দাম সাধ্যের মধ্যে রাখতে এবং যেসব এলাকায় খাদ্যাভাব আছে সেখানে খাবার পৌঁছে দিতে। সে লক্ষ্য পূরণে দেশগুলোতে সম্মিলিতভাবে পরিকল্পনা করতে হবে।’

 

/এফইউ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
সর্বশেষ খবর
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী