X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইরানের গানবোট ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২০, ২১:৫২আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:৫৭

যুক্তরাষ্ট্রের কোনও জাহাজকে হয়রানি করলে ইরানের যেকোনও গানবোটবে ধ্বংস করে দেওয়ার জন্য নৌবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দিষ্ট কোনও ঘটনা উল্লেখ ছাড়াই বুধবার এক টুইট বার্তায় এই নির্দেশনার কথা জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাৎক্ষনিকভাবে এনিয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে ট্রাম্পের টুইটের পর ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেছেন, অন্যদের আক্রমণ করার আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের সেনাদের করোনাভাইরাস থেকে রক্ষা করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বুধবার প্রথমবারের মতো মহাকাশে সামরিক পরিদর্শন স্যাটেলাইট উৎক্ষেপণে সফল হওয়ার কথা জানিয়েছে ইরান।  এই সফলতার ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার আশঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকরা। গত রবিবার ইরানের বিপ্লবী গার্ডের তরফে স্বীকার করা হয়, আগের সপ্তাহে উপসাগরীয় এলাকায় একটি মার্কিন যুদ্ধ জাহাজের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। তবে মার্কিন বাহিনী ওই উত্তেজনা শুরু করে এমন কোনও প্রমাণ সরবরাহ করা হয়নি।

উল্লেখ্য, উপসাগরীয় এলাকা এবং হরমুজ প্রণালীর মুখে প্রায়ই ইরান ও যুক্তরাষ্ট্রের জাহাজের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই প্রণালী দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল আনা নেওয়ার কাজ চলে।

বুধবার টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের কোনও জাহাজকে সমুদ্রে হয়রানি করা হলে ইরানের যে কোনও গানবোটকে ধ্বংস করতে আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশনা দিয়েছি।’

ইরানের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে গিয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করলে তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনা শুরু হয়। এই বছরের শুরুতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ নিতে ৮ জানুয়ারি ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থানে হামলা চালায় ইরান। প্রাথমিকভাবে ওই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি দাবি করলেও পরে শতাধিক সেনা ব্রেইন ইনজুরিতে পড়েছেন বলে স্বীকার করে নেয় যুক্তরাষ্ট্র।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি