X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরা শুরু

বিদেশ ডেস্ক
০১ মে ২০২০, ১৫:৪২আপডেট : ০১ মে ২০২০, ১৬:১২

করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপ করা লকডাউনের মধ্যে ভারতে আটকে শ্রমিকদের বাড়ি ফিরিয়ে নিতে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানা থেকে প্রথম ট্রেনটি রওনা দিয়েছে। ২৪ কোচের ট্রেনটিতে প্রায় এক হাজার দুইশো যাত্রী রয়েছে। এটি বিরতিহীনভাবে যাত্রা করে পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে যাবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভারতে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরা শুরু

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে ভারতে চলছে কঠোর লকডাউন। এর কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়া লাখ লাখ শ্রমিককে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দিয়ে গত ৩০ এপ্রিল নোটিশ জারি করে  ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনাভাইরাসের লক্ষণ পরীক্ষা এবং ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার শর্তে সংশ্লিষ্ট রাজ্য সরকারের ব্যবস্থাপনাতে বাড়ি ফেরার নির্দেশনা দেওয়া হয়।

ভারতের সাউথ-সেন্ট্রাল রেলওয়ের প্রধান পাবলিক রিলেশন্স কর্মকর্তা রাকেশ আরসি জানান, তেলেঙ্গানা সরকারের অনুরোধে আটকে শ্রমিকদের বহন করতে বেশ কয়েকটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে একটি শুক্রবার সকালে রওনা দিয়েছে। হায়দ্রাবাদের লিঙ্গামপাল্লি স্টেশন থেকে রওনা দেওয়া ট্রেনটি শনিবার ঝাড়খন্ডের হাতিয়া স্টেশনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।  

রাকেশ আরসি জানান, যাত্রীদের নিরাপদে পৌঁছাতে সামাজিক শিষ্টাচার মেনে চলার জন্য এবং খাবার সরবরাহের যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, ‘ট্রেনটির প্রতিটি কোচে ৭২ জনের আসন থাকলেও ৫৪ জন করে যাত্রী বহন করা হচ্ছে।’ ট্রেন ছাড়ার আগে প্রতিটি যাত্রীর জ্বর ও অন্যান্য লক্ষণ পরীক্ষা করা হয়।

ভারতের বড় বড় শহরগুলোর অর্থনীতির চালিকাশক্তি বিভিন্ন রাজ্য থেকে আসা  শ্রমিকেরা। বাড়ি নির্মাণ, খাবার রান্না, হোটেলে খাবার সরবরাহ, সেলুনে চুল কাটা, অটোমোবাইল সারাই করা, টয়লেট পরিষ্কার, সংবাদপত্র বিলিসহ নানা ধরনের কাজ করে থাকে তারা। ভারতে এ ধরনের প্রায় ১০ কোটি শ্রমিক দারিদ্র্যের মধ্যে বসবাস করে।  

রাতারাতি ব্যবসা ও বাস-ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিকই খাবারের সংকটে পড়ার শঙ্কায় পড়ে। অনেকেই টানা কয়েক দিন ধরে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করে। অনেকেই রাস্তাতেই মারা যায়। কয়েকটি রাজ্য সরকার এসব শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করলেও দ্রুত তা অপ্রতুল হয়ে পড়ে। বাকি হাজার হাজার শ্রমিককে হয় কোয়ারেন্টিন সেন্টার ও ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়। সম্প্রতি বাড়ি ফিরতে দেওয়ার দাবিতে গুজরাট রাজ্য ও মুম্বাই শহর ছাড়াও বেশ কিছু স্থানে বড় আকারের বিক্ষোভ করেছে অভিবাসী শ্রমিকেরা।

/জেজে/
সম্পর্কিত
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া