X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লকডাউন শিথিলে যুক্তরাষ্ট্রে দৈনিক তিন হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২০, ০৫:১৮আপডেট : ০৫ মে ২০২০, ০৯:৪০

করোনাভাইরাস বিরোধী লড়াইয়ে সফলতার দাবি করে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো খুলে দিতে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সোমবার অভ্যন্তরীণ নথি পর্যালোচনা করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সতর্ক করে বলেছে, লকডাউন শিথিল করে অর্থনীতি সচল করে দেওয়া হলে আগামী ১ জুন নাগাদ দেশটিতে প্রতিদিন গড়ে তিন হাজার মানুষের মৃত্যু হতে পারে। তবে হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে, এসব নথির সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত টাস্কফোর্সের কোনও সম্পৃক্ততা নেই। লকডাউন শিথিলে যুক্তরাষ্ট্রে দৈনিক তিন হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুযায়ী সোমবার দুপুর নাগাদ দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ হাজারের বেশি মানুষের। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ ইয়র্কসহ পূর্ব ও পশ্চিম উপকূল। এছাড়া মিশিগান ও লুইজিয়ানাতেও সংক্রমণের হার মারাত্মক। শহর আর গ্রামাঞ্চলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে বর্তমানে প্রতিদিন এক থেকে দুই হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

সোমবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ও কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) নথি পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। ওই খবরে বলা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় ২৫ হাজার করে আক্রান্ত হওয়া থেকে বেড়ে মাসের শেষ নাগাদ প্রতিদিন এই সংখ্যা দুই লাখে পৌঁছাবে বলে আশঙ্কা করছে সিডিসি এবং ফেমা।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র জাড দেরে বলেছেন, এটা যেমন হোয়াইট হাউসের নথি নয় তেমনি তা করোনাভাইরাস টাস্কফোর্সের কাছে উপস্থাপন করা হয়নি কিংবা আন্তসংস্থার ভেটিং এর মধ্য দিয়েও তা যায়নি। তিনি বলেন, এই ধরনের কোনও তথ্য টাস্কফোর্স পর্যালোচনা করেনি।

করোনাভাইরাস বিস্তারের আশঙ্কা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এখন লকডাউনের পদক্ষেপ শিথিলের কথা বিবেচনা করছে। রিপাবলিকান গভর্নর থাকা অঙ্গরাজ্যগুলো দ্রুত খুলে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত হতে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার ওপর ব্যাপকভাবে নির্ভর করছেন  ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার অঙ্গরাজ্যগুলো খুলে দেওয়ার পক্ষে কথা বলেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি