X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উনের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন: ক্ষমা চাইলেন উ. কোরিয়ার দুই পক্ষত্যাগী

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২০, ১৬:০৪আপডেট : ০৫ মে ২০২০, ২২:১১
image

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে ভুল অনুমানের কথা প্রকাশ করায় ক্ষমা চেয়েছেন সে দেশের পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া দুই বিশিষ্ট ব্যক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, তাদের একজন হলেন সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক থায়ে ইয়ং হো এবং অপরজন জি সিয়োং হো। তাদের একজন বলেছিলেন কিম অনেক বেশি অসুস্থ আর অপরজন বলেছিলেন তিনি মারা গেছেন। তবে তাদের সেসব ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে শনিবার (২ মে) এক অনুষ্ঠানে হাজির হন কিম। তাকে তখন বেশ প্রাণবন্তভাবেই হাঁটতে দেখা গেছে। 

কিম জং উন কিম জং উনথায়ে ইয়ং হো একসময় ব্রিটেনে উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন। পরে উত্তর কোরিয়ার পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যান তিনি। গত মাসে যে দুই উত্তর কোরীয় পক্ষত্যাগী দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন, তাদেরই একজন ইয়ং হো। আর অপরজন জি সিয়োং হো।

তিন সপ্তাহ ধরে কিম রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে উপস্থিত না হওয়ায় হো বলেছিলেন, উত্তর কোরীয় নেতা সম্ভবত এতটাই অসুস্থ যে দাঁড়াতেও পারছেন না। সোমবার (৪ মে) এক বিবৃতিতে এ দাবির জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি জানি আমাকে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা হিসেবে আপনাদের ভোট দেওয়ার একটি কারণ ছিল, উত্তর কোরিয়া ইস্যুতে যথাযথ বিশ্লেষণ ও পূর্বাভাস আশা করেছিলেন আপনারা। আমি দোষ করেছি, এবং এর পেছনে আমার অনেক দায় আছে। কারণ যাই হোক না কেন, আমি সবার কাছে ক্ষমা চাইছি।’

আরেক পক্ষত্যাগী জি সিয়োং হো-ও দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন। কিমের অনুপস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জি সিয়োং বলেছিলেন, তিনি ৯৯ ভাগ নিশ্চিত যে কার্ডিওভাস্কুলার সার্জারির পর উত্তর কোরীয় নেতা মারা গেছেন। নির্ভরযোগ্য সূত্রে তার কাছে তথ্য আছে বলে দাবি করেন তিনি। জানান, শিগগিরই সরকারি ঘোষণা আসবে। সোমবার এক বিবৃতিতে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে আমি নিজে নিজে ভেবেছি এবং অনুভব করেছি কত ভারি একটা পদে আমি আছি। জনপ্রতিনিধি হিসেবে সামনের দিনগুলোতে আমি সতর্ক থাকবো।’

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে