X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের আগে প্রমাণ বিবেচনা করবে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২০, ২১:১০আপডেট : ০৫ মে ২০২০, ২১:১৫

করোনাভাইরাস মোকাবিলায় পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়ার আগে বিজ্ঞানীদের দেওয়া প্রমাণ পর্যালোচনা করে দেখবে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এসব প্রমাণ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনাভাইরাসের মহামারিতে মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ সরকারের প্রকাশ কতা তথ্য অনুযায়ী দেশটিতে ৩২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপে সর্বোচ্চ মৃতের সংখ্যার দেশে পরিণত হয়েছে যুক্তরাজ্য। করোনা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী জনসনের বিরুদ্ধে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ছয় সপ্তাহ আগে যুক্তরাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে লকডাউনে কোনও পরিবর্তন আনার আগে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতামত বিবেচনায় নেওয়ার কথা জানানো হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, ‘আমরা সামাজিক শিষ্টাচার নিশ্চিতে বেশ কিছু সম্ভাব্য পদক্ষেপের কথা বিবেচনা করছি। কয়েকটি এলাকাতে বিধিনিষেধ কঠোর করার দরকারও পড়তে পারে। বৈজ্ঞানিক প্রমাণগুলো পাওয়ার পর তা পর্যালোচনা শেষ করে আমরা সেগুলো নির্ধারণ করতে সক্ষম হবো।’

যুক্তরাজ্যের কিছু ব্যবসা প্রতিষ্ঠান সচল করতে বেশ কিছু গাইডলাইন নির্ধারণ করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে কর্মীদের মধ্যে শারিরীক দূরত্ব নিশ্চিত করা, ভিড় এড়ানো এবং সামাজিক জমায়েতের নিয়ম কানুনে পরিবর্তন আনা। তবে এসব গাইডলাইন চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মুখপাত্র। তিনি বলেন, ব্রিটিশ কর্মীদের নিরাপদে কাজে ফেরার আত্মবিশ্বাস তৈরি করতে আমরা ইউনিয়নগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি