X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চীন-যুক্তরাষ্ট্র ‘নতুন ঠান্ডা যুদ্ধ’র আশঙ্কা?

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২০, ১২:৫২আপডেট : ০৬ মে ২০২০, ১৩:৪৩
image

করোনাভাইরাসকে কেন্দ্র করে সম্প্রতি চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈরি সম্পর্কে আরও অবনতি হয়েছে। দুই দেশের শীর্ষ কূটনীতিকরাই স্বীকার করছেন, গত ৪০ বছরের বেশি সময় পর দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে নেমে গেছে। হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বিশ্লেষকরা এমন পরিস্থিতিকে  ‘নতুন ঠান্ডা যুদ্ধ’র কাল আখ্যা দিয়েছেন।

চীন-যুক্তরাষ্ট্র ‘নতুন ঠান্ডা যুদ্ধ’র আশঙ্কা?

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন চীনের ওপর ব্যাপক কূটনৈতিক চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ দেশটির অনেক শীর্ষ কর্মকর্তা এই তত্ত্ব প্রচার করছেন যে, করোনাভাইরাস চীনের উহানের ল্যাবে তৈরি। সেখান থেকেই এটি ছড়িয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানীরাসহ খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দাবি নাকচ করে দিয়েছে।

করোনাভাইরাসের আবির্ভাবের পর থেকেই চীনকে দায়ী করতে শুরু করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ভাইরাসটিকে ‘চাইনিজ ভাইরাস’ বলেও উল্লেখ করতে শুরু করেন। এরপর তিনি গত জানুয়ারিতে চীনের সঙ্গে করা বাণিজ্য চুক্তির প্রথম ধাপ বাতিলের হুমকি দেন। করোনাভাইরাসের ‘তথ্য গোপনের’ অভিযোগে চীনের পণ্যে নতুন করে শুল্ক আরোপেরও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনে উৎপাদিত পণ্যের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় একটি বড় ‘ধাক্কা’ দিতে ‘বন্ধু রাষ্ট্রগুলোর’ প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন প্রতিবেদনে বলা হয়, ‘ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে করোনাভাইরাস সম্পর্কিত তথ্য গোপন করেছিল চীন। তবে বেইজিং ঠিকই ভাইরাসটির ভয়াবহতা উপলব্ধি করতে পেরেছিল। এ জন্য গত জানুয়ারি থেকে চিকিৎসা সামগ্রীর রপ্তানি কমিয়ে তা মজুত করতে শুরু করে চীন।’ প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরই ‘বন্ধু রাষ্ট্রগুলো’র প্রতি ওই আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও চুপ করে বসে নেই। দেশটির কূটনীতিকরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনীতিকদের ওপর নানা ‘আক্রমণ’ অব্যাহত রেখেছেন। যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস মোকাবিলার পদ্ধতি নিয়ে গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া একটি ব্যাঙ্গ ভিডিও তৈরি করে। আর সেটি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে মূল ভূমিকা রাখে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও দেশটির স্টেট কাউন্সিলের উপদেষ্টা শি যিনহং সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, ‘চীন এবং যুক্তরাষ্ট্র আসলে নতুন ঠাণ্ডা যুদ্ধের যুগে প্রবেশ করেছে’। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধের চেয়ে চীন-যুক্তরাষ্ট্রের নতুন ঠান্ডা যুদ্ধ অনেক দিক দিয়েই ভিন্ন। ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক এখন আর কয়েক বছর আগের মতো নেই। এমনকি কয়েক মাস আগের মতোও নেই’।

‘ঠান্ডা যুদ্ধ’র রাজনৈতিক ধারণা যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত। চীনে এর ব্যবহার তেমন একটা হয় না। তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বেইজিংয়েও।

গত সোমবার বার্তা সংস্থা রয়টার্স চীন সরকারের একটি গোপন প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখা যায়, ১৯৮৯ সালের তিয়েন আনমেন স্কয়ারের ঘটনার পর প্রথমবারের মতো ২০২০ সালে এসে বিশ্বে ফের চীনবিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে।

১৯৮৯ সালে চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভকে নির্মম কায়দায় দমন করা হয়েছিল। এরপরই সেই দমন-পীড়নের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় যুক্তরাষ্ট্র সমর্থিত পশ্চিমা দেশগুলোতে। ২০২০ সালে এসে করোনাভাইরাসকে কেন্দ্র করে অনেকটা একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক চেন ঝিভু বলেন, ১৯৮৯ সালেও চীনের প্রতি এতটা নেতিবাচক দৃষ্টিভঙ্গী যুক্তরাষ্ট্রের ছিল না। তবে এখন দুই দেশের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকরা মনে করেন, সেই নির্বাচনকে সামনে রেখে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে।




/এফইউ/বিএ/
সম্পর্কিত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা