X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনার উৎস সন্ধানে আন্তর্জাতিক তদন্ত প্রত্যাখ্যান চীনের

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২০, ২১:৪২আপডেট : ০৭ মে ২০২০, ২১:৪৪

করোনাভাইরাসে উৎস সন্ধানে আন্তর্জাতিক তদন্ত প্রত্যাখ্যান করেছে চীন। বুধবার জেনেভায় জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, “ভাইরাসের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ অর্জিত হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে চীনে আহ্বান জানানো হবে না। ” করোনা মোকাবিলায় চীনের পদক্ষেপ নিয়ে স্বাধীন তদন্তের চাপ বাড়তে থাকার প্রেক্ষিতে এই অবস্থান জানালো বেইজিং। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এখবর জানিয়েছে।

করোনার উৎস সন্ধানে আন্তর্জাতিক তদন্ত প্রত্যাখ্যান চীনের

চীনা রাষ্ট্রদূত চেন জু দাবি করেছেন, মহামারিকে পরাস্ত করাই এখন তাদের অগ্রাধিকার। এরপরের করণীয় তালিকায় রয়েছে করোনাভাইরাস সংকটকে নিয়ে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও হাস্যকর রাজনীতিকরণ মোকাবিলা করা এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভাইরাসের উৎস প্রাণি সম্পর্কে তদন্তে অংশগ্রহণের জন্য চীনের আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে দেশটি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়। পরে তা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৭ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৬০২ জনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমন্ত্রণের অপেক্ষায় থাকার বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেছেন, এই সময়ে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মহামারির বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার আগ পর্যন্ত তা মোকাবিলায় মনোযোগ ধরে রাখা। বিষয়টি এমন নয় যে, কোনও তদন্ত, অনুসন্ধান বা মূল্যায়নে আমাদের আপত্তি আছে।

তিনি আরও বলেন, কবে বা কীভাবে আমন্ত্রণ জানানো হবে তার জন্য সঠিক অগ্রাধিকার আমাদের নির্ধারণ করতে হবে। অন্যদিকে আমাদের উপযুক্ত পরিস্থিতি প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস বিস্তারের জন্য চীনকে দায়ী করে আসছেন। গত সপ্তাহেও তিনি দাবি করেছেন, উহানের একটি ভাইরোলজি ল্যাব থেকে করোনার ছড়িয়ে পড়ার প্রমাণ তিনি দেখেছেন। এই ইস্যুতে চীনের বিরুদ্ধে শুল্কারোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিস্তার মোকাবিলায় বেইজিংয়ের সমালোচনা করেছেন।

বুধবার চীন দাবি করেছে, যুক্তরাষ্ট্রের দাবির কোনও প্রমাণ নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হুয়া চুনিইয়াং বলেছেন, আমি মনে করি বিষয়টি বিজ্ঞানী ও চিকিৎসা বিশেষজ্ঞদের হাতে ছেড়ে দেওয়া উচিত। এমন কোনও রাজনীতিকদের হাতে দেওয়া উচিত না যারা দেশের রাজনীতিতে সুবিধা লাভের আশায় মিথ্যার আশ্রয় নেন। 

/এএ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’