X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের সাবেক সহযোগীর মামলা বাতিল হচ্ছে

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২০, ০৯:৫২আপডেট : ০৮ মে ২০২০, ০৯:৫৬

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে এফবিআইকে মিথ্যা বলার অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী মাইকেল ফ্লিন। যুক্তরাষ্ট্রের সাবেক এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওপর থাকা অপরাধের অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন বিচার বিভাগ। ২০১৭ সালে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্বীকারোক্তি প্রত্যাহার করে নিতে চাইছেন ফ্লিন। ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী মাইকেল ফ্লিন

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাইকেল ফ্লিন তিন তারকার লেফটেন্যান্ট জেনারেল। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি হোয়াইট হাউস ছেড়ে যান। ২০১৭ সালের ডিসেম্বরে ফ্লিন স্বীকার করেন যে তিনি এফবিআইয়ের কাছে রুশ সংযোগ নিয়ে মিথ্যা বলেছিলেন। সেই বছর জানুয়ারিতেই তিনি রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলাকের সঙ্গে কথা বলেছিলেন।

আদালতে উপস্থাপন করা নথির বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি প্রথম জানায়, বিচার বিভাগ মাইকেল ফ্লিনের মামলা প্রত্যাহার করে নিতে চায়। ওই নথিতে বলা হয়েছে, এই মামলার যাবতীয় ঘটনা এবং পারিপার্শ্বিকতা বিবেচনা প্রসূত পর্যালোচনার পর তা বাতিল করতে আদালতে আবেদন করা হয়েছে। বিচার বিভাগ বলছে, ২০১৭ সালের জানুয়ারিতে তদন্তকারী ও ফ্লিনের মধ্যকার সাক্ষাৎকার অন্যায় ছিলো আর তিনি মিথ্যা বলেছেন তা নিয়েও নিশ্চিত ছিলেন না এফবিআই এজেন্টরা।

উল্লেখ্য, ২০১৬ সালে নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক ছিলেন মাইকেল ফ্লিন। এর আগে সারাজীবন ডেমোক্র্যাটিক পার্টির সমর্থক থাকলেও ক্ষমতায় আসার পর রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প তাকেই প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ইরান চুক্তি নিয়ে আবারও আলোচনা, আইএস সদস্যদের বিরুদ্ধে যুদ্ধের হুমকিসহ নানা বিষয়েই ট্রাম্প আর ফ্লিনকে একই মতামত প্রকাশ করতে দেখা গেছে।

২০১৪ সালে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধানের পদ থেকে মাইকেল ফ্লিনকে সরিয়ে দেয় তখনকার ওবামা প্রশাসন। অব্যবস্থাপনা ও মেজাজ নিয়ে অসন্তোষের উল্লেখ করে ওই সিদ্ধান্ত নেওয়া হলেও ফ্লিন দাবি করেন, ইসলামী চরমপন্থীদের নিয়ে কঠিন সত্য প্রকাশ করায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’