X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা সম্পর্কে আশ্বস্ত করলেন ট্রাম্প-সৌদি বাদশাহ

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ০৮:৪৫আপডেট : ০৯ মে ২০২০, ০৮:৪৭

সৌদি আরবের তেল উৎপাদন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি বাদশাহ সালমান। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফোনালাপে উভয় নেতা যুক্তরাষ্ট্র-সৌদি আরবের দৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে পুনরায় আশ্বস্ত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা সম্পর্কে আশ্বস্ত করলেন ট্রাম্প-সৌদি বাদশাহ

ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষা নিশ্চিত করতে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী দুটি প্যাট্রিয়ট ব্যাটারি  সৌদি আরব থেকে প্রত্যাহারের খবর প্রকাশের পর এই দুই নেতার ফোনালাপ অনুষ্ঠিত হলো।

গত মাসে সৌদি আরবের তেল উৎপাদন কমানোর জন্য চাপ দিয়েছিলেন ট্রাম্প। করোনা মহামারির শুরুতে সৌদি আরব তেল উৎপাদন বাড়িয়ে দিলে তা মার্কিন তেল উৎপাদকদের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করে।

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিরি বলেন, উভয় নেতা বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সৌদি আরবের দৃঢ় প্রতিরক্ষা অংশীদারিত্বের বিষয়ে পুনরায় আশ্বস্ত করেছেন। প্রেসিডেন্ট ও বাদশাহ সালমান গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ইস্যু এবং জি২০ ও জি৭ এর নেতা হিসেবে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।

অবশ্য বিবৃতিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়নি এবং এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিশ্চিত করেছেন সৌদি আরব থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রত্যাহারের। তবে তিনি বলেছেন, এর অর্থ সৌদি আরব থেকে মার্কিন সহযোগিতা হ্রাস করা নয়, যার মাধ্যমে তেল ইস্যুতে রিয়াদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এর অর্থ এই নয় যে, ওয়াশিংটন এখন আর ইরানকে হুমকি মনে করে না।

পম্পেও বলেন, বেশ কিছুদিন ধরেই এগুলো সেখানে আছে। ওই সেনাদের ফেরত আসা দরকার। এটা স্বাভাবিক সেনা রোটেশন।

ফোনালাপের বিষয়ে এক বিবৃতিতে সৌদি আরব জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মিত্রদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন ট্রাম্প। ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানে ওয়াশিংটনের সহযোগিতার কথাও পুনরায় তুলে ধরেছেন ট্রাম্প। 

/এএ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়