X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মহামারিতেও বেড়েছে অ্যামাজনে বন উজাড়

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ১৫:৩৯আপডেট : ০৯ মে ২০২০, ১৫:৪২

অবৈধ কাঠ পাচার ও খনি বন্ধে সেনা মোতায়েনের প্রস্তুতির মধ্যেই ব্রাজিলে বেড়ে গেছে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বন উজাড়ের হার। দেশটির স্পেস এজেন্সি জানিয়েছে, ২০১৯ সালের এপ্রিলের তুলনায় ২০২০ সালের এপ্রিলে বন উজাড়ের হার ৬৪ ভাগ বেশি। এই বছরের প্রথমার্ধে বৃক্ষনিধনের মাধ্যমে বন উজাড়ের হার ৫৫ শতাংশে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মহামারিতেও বেড়েছে অ্যামাজনে বন উজাড়

ব্রাজিলের ন্যাশনাল ইন্সটিটিউট স্পেস রিসার্চ-এর তথ্য অনুসারে, এপ্রিল মাসে ৪০৫ বর্গকিলোমিটার বন নিঃশেষ হয়েছে। গত বছরের এপ্রিলে এই পরিমাণ ছিল ২৪৮ বর্গকিলোমিটার। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে উজাড় হয়েছে ১ হাজার ২০২ বর্গকিলোমিটার বনাঞ্চল।

সংরক্ষণ গোষ্ঠীর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে খুব অল্প সংখ্যক সরকারি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে অ্যামাজনে।

পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের ২০ শতাংশেরই উৎপত্তি অ্যামাজনে। গবেষকদের মতে এই বন প্রতিবছর ২০০ কোটি মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে। সে কারণে একে ডাকা হয়ে থাকে ‘পৃথিবীর ফুসফুস’ নামে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হারকে ধীর করতে অ্যামাজনের ভূমিকাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিশ্বের দীর্ঘতম এ জঙ্গলটির আয়তন যুক্তরাষ্ট্রের আয়তনের প্রায় অর্ধেক।

ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো গত বছর ক্ষমতায় আসার পর থেকেই বন উজাড় বেড়েছে। তার নীতির কারণে অ্যামাজন উজাড় হচ্ছে বলে দাবি করছেন সমালোচকরা। তাদের মতে, ভ্রান্ত নীতি ও বাগাড়ম্বরপূর্ণ কথার কারণেই অবৈধ কর্মকাণ্ডে উৎসাহ জোগাচ্ছে। প্রেসিডেন্ট বলসোনারো এসব অভিযোগকে পাত্তা দিচ্ছেন না। চলতি সপ্তাহের প্রথম দিকে তিনি অ্যামাজন অঞ্চলে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছেন। তখন থেকে সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে।

সেনা মোতায়েনের কথা বলা হলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা সম্ভব হয়নি। লাতিন আমেরিকার মধ্যে ব্রাজিল হলো সবচেয়ে বেশি করোনায় বিপর্যস্ত দেশ। সেখানে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ও মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের।

ইমাজন নামের অলাভজনক গোষ্ঠীর গবেষক পাউলো বারেতো বলেন, মহামারিতে বনের কোনও উপকার হয়নি। কারণ এর ফলে কম সংখ্যক সরকারি এজেন্ট মোতায়েন ছিলেন। কিন্তু অ্যামাজনের প্রত্যন্ত অঞ্চলের অবৈধ কাঠুরেরা ভাইরাসকে পরোয়া করে না।

 

/এএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়