X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অঙ্গরাজ্যগুলোকে রেমডেসিভির বিতরণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১০ মে ২০২০, ১৫:১১আপডেট : ১০ মে ২০২০, ১৫:২৫
image

 

করোনার চিকিৎসায় হাসপাতালগুলোতে রেমডেসিভির ওষুধ বিতরণের জন্য অঙ্গরাজ্যভিত্তিক স্বাস্থ্য বিভাগগুলোকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতর (এইচএইচএস)। উৎপাদনকারী প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্স যুক্তরাষ্ট্রের জন্য আগামী ৬ সপ্তাহে ৬ লাখ ৭ হাজার ভায়াল রেমডিসিভির বিনামূল্যে সরবরাহ করবে। আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ তা নিজ নিজ রাজ্যের সংশ্লিষ্ট হাসপাতালে বিতরণ করবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতরকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতীকী ছবি

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ইবোলার জন্য কার্যকর বলে বিবেচিত রেমডেসিভির ওষুধ করোনার জন্যও কার্যকরী হচ্ছে। এ ওষুধ যাদের শরীরে প্রয়োগ করা হয়েছে, তাদেরকে দ্রুত সুস্থ হতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) গত ১ মে গুরুতর কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে জরুরি ভিত্তিতে ওষুধটি ব্যবহারের অনুমতি দিয়েছে্ এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে আরও বিস্তৃত পরিসরে ওষুধটি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

এপ্রিলের শেষের দিকে গিলিয়াডের প্রধান নির্বাহী ড্যান ও ডে জানান, তার প্রতিষ্ঠান ১৫ লাখ ডোজ রেমডেসিভির ওষুধ অনুদান হিসেবে দেবে এবং এগুলো বিতরণে মার্কিন সরকারকে সহায়তা করবে। শনিবার (৯ মে) কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতর জানায়, গিলিয়াড যে ১৫ লাখ ডোজ ওষুধ অনুদানের জন্য বরাদ্দ করেছে তা গোটা বিশ্বের জন্য। এর মধ্য থেকে ৬ লাখ ৭ হাজার বণ্টন করা হবে যুক্তরাষ্ট্রে। গত ৩ মে যুক্তরাষ্ট্রের জন্য বরাদ্দ চূড়ান্ত করে গিলিয়াড সায়েন্স। যুক্তরাষ্ট্র সরকার এখন এ রেমডেসিভির ওষুধ ইলিনয়, আইওয়া, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, মিশিগান নিউ জার্সির সংস্থাগুলোর কাছে পাঠাচ্ছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে গিলিয়াড সায়েন্স-এ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।

এদিকে বিভিন্ন হাসপাতাল ও অঙ্গরাজ্যে রেমডিসিভির ওষুধ সমভাবে বণ্টনের জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে আইডিএসএ (দ্য ইনফেকশাস ডিজিজ সোসাইটি অব আমেরিকা।

 

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক