X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নতুন শনাক্তের পর উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষার উদ্যোগ

বিদেশ ডেস্ক
১২ মে ২০২০, ১৯:৪৬আপডেট : ১২ মে ২০২০, ১৯:৪৮

চীনের উহান শহরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের পর সেখানকার এক কোটি ১০ লাখ বাসিন্দার সবাইকে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে থাকা এই পরিকল্পনার আওতায় দশ দিনের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হবে। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায় ত নিয়ে বিস্তারিত পরিকল্পনা দাখিল করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নতুন শনাক্তের পর উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষার উদ্যোগ

গত বছরের ডিসেম্বরে উহান শহর থেকে ছড়িয়ে পড়তে করোনাভাইরাস। বিশ্ব জুড়ে মহামারির আকার নেওয়া এই ভাইরাসে প্রায় তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে। তবে গত ৩ এপ্রিলের পর উহান শহরে কোনও আক্রান্ত শনাক্ত হয়নি। তবে গত সপ্তাহে শহরটিতে ছয় জন নতুন রোগী শনাক্ত হয়। এরপরই সেখানকার সব বাসিন্দাকে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।
১১ সপ্তাহ কঠোর লকডাউনের অধীনে থাকার পর গত আট এপ্রিল থেকে ধাপে ধাপে সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া শুরু হয়। স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ধীরে ধীরে খোলা শুরু হলে স্বাভাবিক হতে থাকে জীবনযাত্রা। তবে একটি আবাসিক এলাকায় নতুন করে ছয় জন রোগী শনাক্ত হওয়ার পর সেই উদ্যোগ হুমকির মুখে পড়েছে।

চীনের উর্ধ্বতন কয়েক জন স্বাস্থ্য কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন সব বাসিন্দাকে পরীক্ষার আওতায় আনা অবাস্তব সম্মত এবং ব্যয়বহুল। উহান বিশ্ববিদ্যালয়ের ঝংনান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের পরিচালক পেং ঝিয়ং মনে করেন সব বাসিন্দার পরিবর্তে পরীক্ষা হওয়া উচিত সব চিকিৎসা কর্মী, অসুস্থ মানুষ আর তাদের সংস্পর্শে আসা মানুষদের।

তবে উহান বিশ্ববিদ্যালয়ের অপর এক পরিচালক মনে করেন উহানের বাসিন্দাদের বড় একটি অংশের পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রায় ৩০ থেকে ৫০ লাখ মানুষের পরীক্ষা হয়ে যাওয়ায় দশ দিন সময়ের মধ্যে বাকি ৬০ থেকে ৮০ লাখ মানুষের পরীক্ষা সম্পন্ন করা যাবে। 

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়