X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল’র যাত্রা শুরু, প্রথম সম্মেলন সেপ্টেম্বরে

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২০, ১৪:৫৯আপডেট : ১৪ মে ২০২০, ১৫:০৩

সারা বিশ্বের বামপন্থী বুদ্ধিজীবী, অ্যাকটিভিস্ট ও রাজনীতিবিদদের নিয়ে নতুন একটি আন্তর্জাতিক সংস্থা যাত্রা শুরু করেছে। গত সোমবার প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল (পিআই) নামে যাত্রা শুরু করা এই সংস্থাটির সঙ্গে রয়েছেন নোম চমস্কির মতো সুপরিচিত বুদ্ধিজীবারা। এর প্রথম সম্মেলন আগামী সেপ্টেম্বরে আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকে অনুষ্ঠিত হবে। লাতিন আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম তেলেসুর জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী  এবং লেফট-গ্রিন মুভমেন্ট এই সম্মেলনে আয়োজকের ভূমিকা পালন করবে। ‘প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল’র যাত্রা শুরু, প্রথম সম্মেলন সেপ্টেম্বরে

২০১৮ সালের ডিসেম্বরে ডেমোক্র্যাসি ইন ইউরোপ মুভমেন্ট ২০২৫ এবং স্যান্ডার্স ইনস্টিটিউট বিশ্বের প্রগতিশীল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। আর তা থেকেই জন্ম নেয় প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল’র (পিআই) ধারণা। সোমবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

যাত্রার শুরুতে করোনাভাইরাসের মহামারি পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পিআই’র সাধারণ সমন্বয়ক ডেভিড অ্যাডলার বলেন, ‘আগে কখনো আন্তর্জাতিক সংহতির এতোটার প্রয়োজন পড়েনি- আর অনুপস্থিতও থাকেনি।’ তিনি বলেন, ‘কেবলমাত্র একটি সাধারণ ইন্টারন্যাশান ফ্রন্টই আমাদের সংকটের পরিমাণ বুঝতে পারে, প্রতিষ্ঠানগুলোর ওপর অধিকার ফিরে পাওয়ার দাবি তুলতে পারে আর ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী জাতীয়তাবাদকে পরাজিত করতে পারে।’

গত সোমবার ডেমোক্র্যাসি ইন ইউরোপ মুভমেন্ট ২০২৫ এবং স্যান্ডার্স ইনস্টিটিউটের সমর্থন নিয়ে যাত্রা শুরু করা পিআই ৪০ সদস্যের একটি অন্তবর্তী উপদেষ্টা কাউন্সিল গঠন করেছে। এতে রয়েছেন খ্যাতনামা মার্কিন বুদ্ধিজীবী নোম চমস্কি, লেখক নাওমি ক্লেইন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন ইয়াকভসডটার, গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস সহ আরও অনেকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নোম চমস্কি জানান, করোনা মহামারির কারণে গভীর হতে থাকা অর্থনৈতিক বৈষম্য এবং উগ্র ডানপন্থার উত্থানের কারণেই পিআই’র যাত্রা শুরু জরুরি হয়ে ওঠে। তিনি বলেন, ‘এক দিকে যেমন স্বৈরতান্ত্রিক নিওলিবারেলিজম দাঁড়িয়ে আছে তেমনি অন্য দিকে আছে কাঠামোগুলো ভেঙে দেওয়ার চেষ্টা। এসব প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হয়েছিল; কিন্তু এগুলোই বিশ্বের বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি বয়ে নিয়ে এসেছে আর সেগুলোই এই মহামারির উৎস।’

সেপ্টেম্বরে পিআই’র প্রথম সম্মেলনে ২১ শতকের চ্যালেঞ্জ বিশ্লেষণসহ সংস্থাটির কৌশল নিয়ে সদস্যদের প্রস্তাব বিশ্লেষণ করার কথা রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৪ ইউরোপীয় দেশকে সতর্ক করলো ইসরায়েল
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি