X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতে ছেলেসহ সমাজবাদী পার্টির নেতাকে গুলি করে হত্যা, ভিডিও ভাইরাল

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২০, ১৯:৪৪আপডেট : ২০ মে ২০২০, ১৭:৩৫

রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে ভারতের উত্তর প্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির এক নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে গুলি চালানোর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত রবিবার প্রাদেশিক রাজধানী লখনউ থেকে ৩৭৯ কিলোমিটার দূরের সম্ভল জেলার শামসোই গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে। ভারতে ছেলেসহ সমাজবাদী পার্টির নেতাকে গুলি করে হত্যা, ভিডিও ভাইরাল

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সরকারের ১০০ দিনের কর্মসূচির আওতায় কৃষি জমির উপর দিয়ে একটি রাস্তা প্রশস্ত করার কাজ তদারকি করছিলেন সমাজবাদী পার্টির স্থানীয় নেতা ছোটেলাল দিবাকর ও তার ছেলে সুনীল কুমার। স্থানীয়রা নিজেদের জমিতে রাস্তা তৈরির কাজে বাধা দিলে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে সেখানে রাইফেল হাতে নিয়ে দুই ব্যক্তিকে তেড়ে আসতে দেখা যায়।  

তারা জানিয়ে দেন, অন্যদের জমির উপর দিয়ে রাস্তা গেলেও, তাদের জমির উপর মাটি ফেলা যাবে না। জবাবে ছোটেলাল জানান, সরকারি নির্দেশেই কাজ চালাচ্ছেন তিনি। এনিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে পাশ থেকে ‘গুলি চালা, মেরে ফেল’ বলে কয়েকজনকে উসকানি দিতে শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাদা ও গোলাপী রঙের জামা পরিহিত দুই ব্যক্তিকে গুলি ছুঁড়তে দেখা গেছে। এতে একজন লুটিয়ে পড়লে বাকিদের ছুটে পালিয়ে যেতে দেখা যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ছোটেলাল ও তার ছেলে সুনীল কুমারের মৃত্যু হয়। তবে হত্যাকাণ্ডের পর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন সেখানকার সিনিয়র পুলিশ অফিসার যমুনা প্রসাদ।

হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেছেন, ‘ছোটেলাল পরিশ্রমী নেতা ছিলেন। ২০১৭ সালের বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ালেও পরে ওই আসনটি জোটসঙ্গী কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়।’ তার অভিযোগ, পুলিশ অপরাধীদের নিরাপত্তা দিচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!