X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ভারতে নিষিদ্ধ চীনা অ্যাপে মোদির আড়াই লাখ ফলোয়ার্স!

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২০, ১৪:৩৯আপডেট : ৩০ জুন ২০২০, ১৪:৪৫

কাশ্মিরের লাদাখে চীনা বাহিনীর হাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহতের পর ভারতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। শেয়ার ইট, টিকটক, ইউসি ব্রাউজার, উইচ্যাট ও উইবো-এর মতো জনপ্রিয় অ্যাপগুলোও রয়েছে এ তালিকায়। এর মধ্যে উইবো-তে খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির-ও অ্যাকাউন্ট রয়েছে। সেখানে তার প্রায় আড়াই লাখ ফলোয়ার্সও রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। ভারতে নিষিদ্ধ চীনা অ্যাপে মোদির আড়াই লাখ ফলোয়ার্স!

প্রতিবেদনে বলা হয়, ভারতে যেমন টুইটারের জনপ্রিয়তা চীনে তেমনি উইবো-র জনপ্রিয়তা। চীনের মানুষদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যেই উইবো-তে যোগ দেন মোদি। যোগ দেওয়া মাত্রই টুইটারের মতো সেখানেও বাড়তে থাকে তার ফ্যান-ফলোয়ার্স। উইবো-তে মোদি-র ফলোয়ার্স সংখ্যা দুই লাখ ৪০ হাজার।

ভারতে উইবো, উইচ্যাট নিয়ে বিতর্কের শুরু অবশ্য লাদাখ সংঘর্ষের পর থেকেই। ১৫ জুনের ওই সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান নিহতের পর ভারতে চীনবিরোধী মনোভাব মাথাচাড়া দিয়ে উঠে। এ ঘটনায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতি ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি-র বক্তব্য মুছে দেওয়া হয় চীনা অ্যাপগুলি থেকে। হিংসামূলক ও নিয়ম লঙ্ঘন করছে, এই অজুহাতে পোস্টগুলি ডিলিট করে দেয় অ্যাপ কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষুব্ধ হয় দিল্লি। শুধু অ্যাপ নিষিদ্ধ করাই নয়, ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও চীনা সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।

সব মিলিয়ে দুই দেশের সীমান্তের উত্তেজনা এবার ভার্চুয়াল দুনিয়াতেও। ভারতের তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দাবি, দেশটির নাগরিকদের বিভিন্ন তথ্য সুরক্ষিত রাখতেই চীনা অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছে। কেননা এসব অ্যাপ থেকে মোবাইল ফোনে থাকা তথ্য চুরি হওয়ার আশঙ্কা রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
সর্বশেষ খবর
বাংলাদেশ ও আর্জেন্টিনা যেসব খেলায় সহযোগিতা প্রত্যাশী
বাংলাদেশ ও আর্জেন্টিনা যেসব খেলায় সহযোগিতা প্রত্যাশী
জনসচেতনতাই টেকসই উন্নয়নের পথ সুগম করতে পারে: স্পিকার
জনসচেতনতাই টেকসই উন্নয়নের পথ সুগম করতে পারে: স্পিকার
ধ্রুব এষ হাসপাতালে
ধ্রুব এষ হাসপাতালে
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট